বন্ধ ঘরে অসুস্থ বৃদ্ধা! খোঁজ নেয়না একমাত্র মেয়ে ও জামাই

বন্ধ ঘরে অসুস্থ বৃদ্ধা! খোঁজ নেয়না একমাত্র মেয়ে ও জামাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বন্ধ ঘরে অসুস্থ বৃদ্ধা! খোঁজ নেয়না একমাত্র মেয়ে ও জামাই। বৃ্দ্ধা মায়ের কোনও খোঁজ নেয় না একমাত্র মেয়ে ও জামাই। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আশি ছুঁই ছুঁই জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানা সংলগ্ন বাবু পাড়ার অসুস্থ এই বৃদ্ধার স্বামী প্রয়াত সুনীল রায় ছিলেন শহরের অন্যতম নামজাদা আইনজীবী। রবিবার রাতে বৃদ্ধার অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান শহরের সমাজ কর্মী তপন গুহ রায়।

 

প্রতিবেশীদের ডেকে ঘরে গিয়ে দেখেন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন তিনি। বৃ্দ্ধার মেয়েকে খবরও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তপন বাবু। প্রয়োজনে তপন বাবু বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এক প্রতিবেশী জানিয়েছেন, বৃ্দ্ধার একমাত্র মেয়ে কোনও খোঁজ নেয়না মায়ের। এদিকে খবর পেয়ে মেয়ে ও জামাই চলে এসেছেন।

 

জামাই অধ্যাপক সত্য বসু বলেছেন তাঁর পরিবারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। যারা এই অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে উনি আইনি ব্যবস্থা নেবেন!
প্রশ্ন হল সবই যদি ঠিক ঠাক থাকে তাহলে বৃদ্ধার এই হাল কেন! কেন এভাবে তাকে চরম অবহেলায়, উদাসীনতায় ফেলে রাখা হয়েছে! মানবিকতা বিসর্জন দিয়ে পরিচারিকা রেখেই দায় সারতে চান!

আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে

উল্লেখ্য, বৃ্দ্ধা মায়ের কোনও খোঁজ নেয় না একমাত্র মেয়ে ও জামাই। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আশি ছুঁই ছুঁই জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানা সংলগ্ন বাবু পাড়ার অসুস্থ এই বৃদ্ধার স্বামী প্রয়াত সুনীল রায় ছিলেন শহরের অন্যতম নামজাদা আইনজীবী। রবিবার রাতে বৃদ্ধার অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান শহরের সমাজ কর্মী তপন গুহ রায়। প্রতিবেশীদের ডেকে ঘরে গিয়ে দেখেন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন তিনি। বৃ্দ্ধার মেয়েকে খবরও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তপন বাবু।

 

প্রয়োজনে তপন বাবু বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এক প্রতিবেশী জানিয়েছেন, বৃ্দ্ধার একমাত্র মেয়ে কোনও খোঁজ নেয়না মায়ের। এদিকে খবর পেয়ে মেয়ে ও জামাই চলে এসেছেন। জামাই অধ্যাপক সত্য বসু বলেছেন তাঁর পরিবারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। যারা এই অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে উনি আইনি ব্যবস্থা নেবেন!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top