সামসেরগঞ্জে মধুচক্রের আসর,আটক ৮ যুবক যুবতী। লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির বিল্ডিং’য়ে রমরমিয়ে চলছিলো মধুচক্রের আসর। শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে সেই মধুচক্রের আসর ভাঙল পুলিশ। মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হলো চার যুবতী ও চার যুবককে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা রতনপুর রেললাইন সংলগ্ন এলাকায়। শনিবারই তাদের আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজস্ব বাড়ির বিল্ডিং’য়ে মধুচক্রের আসর চালাচ্ছিলেন সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন রতনপুরের জুলহাস নামে এক ব্যক্তি। ওই বিল্ডিং’য়েই রয়েছে একটি বেসরকারি ব্যাংক। মধুচক্রের খবর পৌছাতেই ফিল্মি কায়দায় সেখানে হানা দেন সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তখনই হাতেনাতে ধরা পরে ওই আট যুবক যুবতী। গ্রেপ্তার করা হয় তাদের।
কতদিন ধরে এই মধুচক্রের আসর চলছে কিংবা এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।এই প্রথম সামসেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুন – কালী পূজার প্রতিমা বানাতে জোর ব্যস্ততা কুমোরটুলিতে
উল্লেখ্য, লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির বিল্ডিং’য়ে রমরমিয়ে চলছিলো মধুচক্রের আসর। শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে সেই মধুচক্রের আসর ভাঙল পুলিশ। মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হলো চার যুবতী ও চার যুবককে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা রতনপুর রেললাইন সংলগ্ন এলাকায়। শনিবারই তাদের আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজস্ব বাড়ির বিল্ডিং’য়ে মধুচক্রের আসর চালাচ্ছিলেন সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন রতনপুরের জুলহাস নামে এক ব্যক্তি। ওই বিল্ডিং’য়েই রয়েছে একটি বেসরকারি ব্যাংক। মধুচক্রের খবর পৌছাতেই ফিল্মি কায়দায় সেখানে হানা দেন সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তখনই হাতেনাতে ধরা পরে ওই আট যুবক যুবতী। গ্রেপ্তার করা হয় তাদের।
কতদিন ধরে এই মধুচক্রের আসর চলছে কিংবা এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।এই প্রথম সামসেরগঞ্জে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ঘিরে রীতিমতো হইচই সৃষ্টি হয়েছে এলাকায়।