কালীপূজা এবং ছট পূজা নিয়ে , সর্ব দলীয় বৈঠক দাস পাড়া পুলিশ ফাঁড়িতে। সোমবারন বিকেলে দাসপাড়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কালি পূজা এবং ছট পূজা উপলক্ষে সর্বদলীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠক থেকে এলাকায় শান্তি জে ফরদৌস শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দাসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মন্ডল,দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল মন্ডল,
তৃণমূল নেতা জীবন রায় ,সিপিএম নেতার বিদ্যুৎ তরফদার, দাসপাড়া শান্তিরক্ষা মঞ্চের সম্পাদক রৌশন আলম, সুশীল নাগরিক সমাজের সহ সম্পাদক নুর আলম, সিপিএম নেতা দবিরুল ইসলাম, সহ এলাকার কালি পূজা কমিটির সম্পাদক ও সভাপতি গন । দাস পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মণ্ডল এবং পঞ্চায়েত প্রধান দুলাল মন্ডল জানান এই এলাকায় কালীপূজা এবং ছট পূজা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনিক উদ্যোগে এই বৈঠক করা হয় ।
আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার
উল্লেখ্য, সোমবারন বিকেলে দাসপাড়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কালি পূজা এবং ছট পূজা উপলক্ষে সর্বদলীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠক থেকে এলাকায় শান্তি জে ফরদৌস শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দাসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মন্ডল,দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল মন্ডল, তৃণমূল নেতা জীবন রায় ,সিপিএম নেতার বিদ্যুৎ তরফদার, দাসপাড়া শান্তিরক্ষা মঞ্চের সম্পাদক রৌশন আলম, সুশীল নাগরিক সমাজের সহ সম্পাদক নুর আলম, সিপিএম নেতা দবিরুল ইসলাম, সহ এলাকার কালি পূজা কমিটির সম্পাদক ও সভাপতি গন । দাস পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন মণ্ডল এবং পঞ্চায়েত প্রধান দুলাল মন্ডল জানান এই এলাকায় কালীপূজা এবং ছট পূজা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনিক উদ্যোগে এই বৈঠক করা হয় ।