গ্রেফতার এক্স কেএলও জঙ্গি

গ্রেফতার এক্স কেএলও জঙ্গি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গ্রেফতার এক্স কেএলও জঙ্গি। প্রাক্তন কেএলও জঙ্গিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চোদ্দো দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন শিলিগুড়ি আদালত। তবে এখন তার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ

 

এসটিএফ এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, ধৃত প্রাক্তন কেএলও জঙ্গির নাম মালখান সিংহ।তার আসল নাম মাধব মণ্ডল। বুধবার রাতে খড়িবাড়ি থেকে মালখানকে গ্রেফতার করেছে এসটিএফ।এর আগেও দুবার গ্রেফতার হয়েছিল মালখান।পাশাপাশি কেএলও ছাড়ার কথাও জানিয়ে দেয়।

 

সম্প্রতি ফের কেএলও এর সঙ্গে তার যোগাযোগ বেড়েছে বলেই সন্দেহ এসটিএফ আধিকারিকদের।গত ১৫ আগস্ট অসমে একটি গোপন বৈঠকেও মালখান সিংহ উপস্থিত ছিল এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে এমনটাই সন্দেহ এসটিএফ এর।যে কারণে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে এসটিএফ আধিকারিকেরা।

 

তিনি বলেন, গোপনভাবে গুয়াহাটি যাচ্ছিল ধৃত মালখান। তবে কোন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খরিবাড়িতে অভিযান চালিয়ে মাল খানকে ধরা হয়। ধৃতকে পুলিশের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হবে।

আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল

উল্লেখ্য, প্রাক্তন কেএলও জঙ্গিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে চোদ্দো দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন শিলিগুড়ি আদালত। তবে এখন তার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ।

এসটিএফ এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, ধৃত প্রাক্তন কেএলও জঙ্গির নাম মালখান সিংহ।তার আসল নাম মাধব মণ্ডল। বুধবার রাতে খড়িবাড়ি থেকে মালখানকে গ্রেফতার করেছে এসটিএফ।এর আগেও দুবার গ্রেফতার হয়েছিল মালখান।পাশাপাশি কেএলও ছাড়ার কথাও জানিয়ে দেয়।

 

সম্প্রতি ফের কেএলও এর সঙ্গে তার যোগাযোগ বেড়েছে বলেই সন্দেহ এসটিএফ আধিকারিকদের।গত ১৫ আগস্ট অসমে একটি গোপন বৈঠকেও মালখান সিংহ উপস্থিত ছিল এবং কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে এমনটাই সন্দেহ এসটিএফ এর।যে কারণে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে এসটিএফ আধিকারিকেরা। গ্রেফতার এক্স

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top