কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল

কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল। কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালীপূজাগুলির মধ্যে বালুরঘাটের বুড়িকালী মাতার পূজো যেন অগ্রনী সারণীতে। কারন প্রতিবছর কালীপূজার দিন এবং চৈত্র সংক্রান্তির দিন দূরদূরান্ত থেকে ভক্তরা ভীড় জমান বালুরঘাটের বুড়ি কালী মাতার মন্দির চত্বরে। মাঝে বিগত দুই বছর কোভিড আবহে নানাবিধ বিধিনিষেধের কারনে এর ব্যতিক্রম হলেও এবছরেও কালীপূজোর দিন সন্ধ্যে হতেই বালুরঘাট বুড়ি কালী মন্দির চত্বরে দর্শকরা ভীড় জমাতে শুরু করে।

 

পূজোর দিন মন্দিরে চত্বর এবং মন্দির সংলগ্ন রাস্তাঘাটগুলিতে যান চলাচল ও মানুষের ঢল সামলাতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। উল্লেখ যে বালুরঘাটের বুড়িকালী মাতা প্রসঙ্গে কথিত রয়েছে যে প্রায় কয়েকশো বছর পূর্বে বালুরঘাটের আত্রেয়ী নদীতে নাকি শিলাখন্ড ভেসে উঠেছিল। যার পরেই ঐ শিলাখন্ডকে বুড়িকালীমাতা হিসাবে পূজো শুরু শুরু হয়। বর্তমানে বালুরঘাটের নিউ মার্কেট এলাকায় বুড়ি কালী মাতার সুবিশাল মন্দির থাকলেও অতীতে তা ছিল না। স্থানীয় বাসিন্দাদের মতে এখন নাকি মাঝে মাঝে শোনা যায় নূপুরের শব্দ। দেবীর মাহাত্ম্যগুনে বুড়ি কালী মাতার মন্দির চত্বরে ভক্তের ঢল নামার দৃশ্য এবছর নতুন নয়।

আরও পড়ুন – বাঁশের কারুকার্যে নজর কারা থিম ধূপগুড়ির ইয়ং অ্যাসোসিয়েশনের

উল্লেখ্য, কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল। কালীপূজোর রাত্রিতে বালুরঘাটের বুড়ি কালী মন্দিরে নামল ভক্তদের ঢল। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালীপূজাগুলির মধ্যে বালুরঘাটের বুড়িকালী মাতার পূজো যেন অগ্রনী সারণীতে। কারন প্রতিবছর কালীপূজার দিন এবং চৈত্র সংক্রান্তির দিন দূরদূরান্ত থেকে ভক্তরা ভীড় জমান বালুরঘাটের বুড়ি কালী মাতার মন্দির চত্বরে। মাঝে বিগত দুই বছর কোভিড আবহে নানাবিধ বিধিনিষেধের কারনে এর ব্যতিক্রম হলেও এবছরেও কালীপূজোর দিন সন্ধ্যে হতেই বালুরঘাট বুড়ি কালী মন্দির চত্বরে দর্শকরা ভীড় জমাতে শুরু করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top