সিনেমার কায়দায় চুরি যাওয়া বাইক উদ্ধার। চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার। ধূপগুড়ি পুলিশের সহায়তায় চোরের পেছনে ৫ কিলোমিটার ধাওয়া করে বাইক উদ্ধার করলো খোদ বাইক মালিক।
ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাংকুবাজার মিলন সংঘের পুজোর পাশ থেকে একটি ইমাহা কোম্পানির বাইক নিয়ে চম্পট দেয় চোরের দল। এর পর রাতে অনেক খোঁজাখুঁজি করে কোনো লাভ হয়নি।
অবশেষে বুধবার বিষয়টি ধূপগুড়ি থানায় জানানো হয়। পাশাপাশি চারিদিকে নজর চালানো হয়। বুধবার সন্ধ্যা নামতেই তিন চোর চুরি যাওয়া বাইক ফালাকাটা ব্লকের দিকে যাওয়ার পথে মালিকের নজরে আসে। তিনি তৎক্ষণাৎ ধুপগুড়ি থানায় ফোন করে ঘটনার কথা জানালে পুলিশের তরফে বাইকটিতে নজর রাখতে বলা হলে প্রায় ৫ কিমি ধাওয়া করে বাইক মালিক পরিতোষ রায়। অবশেষে কালুয়া নদীর পাশে বাইক ফেলে চম্পট দেয় চোরের দল। বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন – শিলিগুড়িতে ভাইফোটার বাজারে শাকসবজি ,মাছ মাংসের অগ্নিমূল্য
উল্লেখ্য, চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার। ধূপগুড়ি পুলিশের সহায়তায় চোরের পেছনে ৫ কিলোমিটার ধাওয়া করে বাইক উদ্ধার করলো খোদ বাইক মালিক। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাংকুবাজার মিলন সংঘের পুজোর পাশ থেকে একটি ইমাহা কোম্পানির বাইক নিয়ে চম্পট দেয় চোরের দল। এর পর রাতে অনেক খোঁজাখুঁজি করে কোনো লাভ হয়নি।
অবশেষে বুধবার বিষয়টি ধূপগুড়ি থানায় জানানো হয়। পাশাপাশি চারিদিকে নজর চালানো হয়। বুধবার সন্ধ্যা নামতেই তিন চোর চুরি যাওয়া বাইক ফালাকাটা ব্লকের দিকে যাওয়ার পথে মালিকের নজরে আসে। তিনি তৎক্ষণাৎ ধুপগুড়ি থানায় ফোন করে ঘটনার কথা জানালে পুলিশের তরফে বাইকটিতে নজর রাখতে বলা হলে প্রায় ৫ কিমি ধাওয়া করে বাইক মালিক পরিতোষ রায়। অবশেষে কালুয়া নদীর পাশে বাইক ফেলে চম্পট দেয় চোরের দল। বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ। সিনেমার কায়দায়