কৃষাণ খেত মুজুর কমিটির ভানুকুমারী 2 নং অঞ্চল কমিটি ঘোষনা। কিষান ক্ষেতমজুরের ডাকা বর্ধিত সভায়, ঘোষণা হলো নতুন কমিটির,সভাশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তুফানগঞ্জ-২ ব্লকের বিজেপির যুব মোর্চার সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার জেলার কৃষাণ খেতমজুর জেলা সভাপতি খোকন মিঞার উপস্থিতিতে এক বর্ধিত সভার আয়োজন করা হয় ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াইমোর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সম্মুখে। বর্ধিত সভায় ঘোষণা করা হয় ভানুকুমারী 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস ক্ষেতমজুর কমিটির সভাপতি, সহ সভাপতি ও সম্পাদকের নাম।সভাপতি হন প্রভাত আর্য, সহ সভাপতি হন ঈশ্বর সেন এবং সম্পাদক হন মফিদুল হক (বুলু)।
এই দিনের এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, কোচবিহার জেলার কৃষাণ খেত মজুর জেলা সভাপতি খোকন মিঞা এছাড়াও তুফানগঞ্জ-২ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া ও সহ-সভাপতি নিরঞ্জন সরকার, এছাড়াও ভানুকুমারী-২ অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ সহ দলের নেতৃত্বরা। বর্ধিত সভার শেষে, দলের পদাধিকারী হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন, বিজেপির 32 নং মন্ডলের যুব মোর্চার সম্পাদক মিঠুন সরকার। মিঠুন সরকার বলেন যে তিনি বিজেপি করতেন কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম আর্দশ ভালো লাগে তাই তিনি বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেস যোগদান করলেন।
আরও পড়ুন পশ্চিমবঙ্গের অন্যতম ভুতুড়ে শহর কার্শিয়াং !
উল্লেখ্য, কিষান ক্ষেতমজুরের ডাকা বর্ধিত সভায়, ঘোষণা হলো নতুন কমিটির,সভাশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তুফানগঞ্জ-২ ব্লকের বিজেপির যুব মোর্চার সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার জেলার কৃষাণ খেতমজুর জেলা সভাপতি খোকন মিঞার উপস্থিতিতে এক বর্ধিত সভার আয়োজন করা হয় ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াইমোর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সম্মুখে।
বর্ধিত সভায় ঘোষণা করা হয় ভানুকুমারী 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস ক্ষেতমজুর কমিটির সভাপতি, সহ সভাপতি ও সম্পাদকের নাম।সভাপতি হন প্রভাত আর্য, সহ সভাপতি হন ঈশ্বর সেন এবং সম্পাদক হন মফিদুল হক (বুলু)।এই দিনের এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, কোচবিহার জেলার কৃষাণ খেত মজুর জেলা সভাপতি খোকন মিঞা এছাড়াও তুফানগঞ্জ-২ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া ও সহ-সভাপতি নিরঞ্জন সরকার, এছাড়াও ভানুকুমারী-২ অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষ সহ দলের নেতৃত্বরা।