বিরসা মুন্ড, বৃটিশের বিরুদ্ধে লড়ে জীবনদান। আজ ভগবান বিরসা মুন্ডার ১৪৭ তম ‘জন্ম জয়ন্তী’ পালন করা হলো পুরুলিয়ায়। এখানকার মানবাজার দু নম্বর ব্লকের মুর্গাডি ফুটবল ময়দানে, এই অনুষ্ঠানে মূর্তিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। তারা প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পালন করেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা, পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভা মোর গান, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি প্রতিমা সরেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো।
পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী সুমিতা সিং ল ল, বঙ্গ জননীর জেলা সভানেত্রী নিয়তি মাহাত জেলা পরিষদের কর্মদক্ষ শিক্ষা তথ্য সংস্কৃত গুরুপদ টুডু পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম সহ পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তি রাম মাহাতো। আজ শিল্পীদের হাতে তুলে দেয় ধমসা মাদল। এ ছাড়াও তুলে দেওয়া হয় অন্যান্য জিনিস।
আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬
উল্লেখ্য, আজ ভগবান বিরসা মুন্ডার ১৪৭ তম ‘জন্ম জয়ন্তী’ পালন করা হলো পুরুলিয়ায়। এখানকার মানবাজার দু নম্বর ব্লকের মুর্গাডি ফুটবল ময়দানে, এই অনুষ্ঠানে মূর্তিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। তারা প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পালন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা, পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভা মোর গান, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি।
বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাপতি প্রতিমা সরেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো। পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী সুমিতা সিং ল ল, বঙ্গ জননীর জেলা সভানেত্রী নিয়তি মাহাত জেলা পরিষদের কর্মদক্ষ শিক্ষা তথ্য সংস্কৃত গুরুপদ টুডু পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম সহ পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তি রাম মাহাতো। আজ শিল্পীদের হাতে তুলে দেয় ধমসা মাদল। এ ছাড়াও তুলে দেওয়া হয় অন্যান্য জিনিস।