টিবি মুক্ত ভারত অভিযানে টিবি আক্রান্ত রোগীদের ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান

টিবি মুক্ত ভারত অভিযানে টিবি আক্রান্ত রোগীদের ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

টিবি মুক্ত ভারত অভিযানে টিবি আক্রান্ত রোগীদের ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সমস্ত ব্লকের এই কর্মসূচির শুভ সূচনা করলেন সি এমও এইচ জয়ন্ত কুমার শুকুল। প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযান কে সফল করতে আজ মঙ্গল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে ১৩টি ব্লক হাসপাতাল ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় পঞ্চাশ জন টি,বি রোগীদের পাশে নিকশয় মিত্ররা ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান এর মাধ্যমে, টি বি রোগের সি এমও এইচ লড়াই এ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার অফিসে অনুষ্ঠিত হয়।

 

এদিন সি এমও এইচ কুমার সুকুল তিনি টি বি রোগীর হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য উপহার তুলে দেওয়ার মাধ্যমে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় সমস্ত ব্লকে এই কর্মসূচী শুভসূচনা করলেন।উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল,ডেপুটি সি. এম. ও. এইচ ডাঃ সোনালী দাস ও ডাঃ হিমাদ্রি হালদারও ডাঃ আকবর হোসেন মন্ডল সহ জেলা টি বি ইউনিট এর সকল অফিসার বৃন্দ।

আরও পড়ুন – আর্সেনিকমুক্ত জল তৈরিতে ‘পেটেন্ট’ পেলেন রায়গঞ্জের অধ্যাপক স্পন্দন ঘোষ

উল্লেখ্য, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সমস্ত ব্লকের এই কর্মসূচির শুভ সূচনা করলেন সি এমও এইচ জয়ন্ত কুমার শুকুল। প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযান কে সফল করতে আজ মঙ্গল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে ১৩টি ব্লক হাসপাতাল ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় পঞ্চাশ জন টি,বি রোগীদের পাশে নিকশয় মিত্ররা ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান এর মাধ্যমে, টি বি রোগের সি এমও এইচ লড়াই এ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার অফিসে অনুষ্ঠিত হয়।

 

এদিন সি এমও এইচ কুমার সুকুল তিনি টি বি রোগীর হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য উপহার তুলে দেওয়ার মাধ্যমে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় সমস্ত ব্লকে এই কর্মসূচী শুভসূচনা করলেন।উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শুকুল,ডেপুটি সি. এম. ও. এইচ ডাঃ সোনালী দাস ও ডাঃ হিমাদ্রি হালদারও ডাঃ আকবর হোসেন মন্ডল সহ জেলা টি বি ইউনিট এর সকল অফিসার বৃন্দ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top