শিবপুর বিধানসভা এলাকায় চালু হবে মা ক্যান্টিন। হাওড়া পুরনিগমের নগর জীবিকা মিশনের সহায়তায় শিবপুর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” চালু করতে উদ্যোগ নেওয়া হলো। হাওড়া পুরনিগমের নগর জীবিকা মিশনের ( এনইউএলএম ) সহযোগিতায় ক্যান্টিন চালু হতে চলেছে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ থেকে “মা ক্যান্টিন” হবে শিবপুরে। যেখানে খুবই সস্তায় খাবার পাবেন সাধারণ মানুষ। বুধবার হাওড়া পুরনিগমের এক প্রতিনিধি দল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের কামারডাঙা এলাকার পুরসভা মার্কেটের কাছে পরিদর্শন করেন।
হাওড়া পুরনিগমের সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। তিনি বলেন, এখানে মার্কেটের উপরের তলায় যাতে একটা মা ক্যান্টিন করা যায়, সেখানে একটি স্টল করা যায় আর সেই খাবার বিতরণ করা যায় তার জন্যই পরিদর্শন। সব ঠিক থাকলে এই সম্পর্কে একটি রিপোর্ট আমরা হাওড়া পুরনিগমের উর্দ্ধতন কর্তৃপক্ষকে দেব যাতে খুব শ্রীঘ্রই এই মা ক্যান্টিন উদ্বোধন করা যায় । সৈকতবাবু বলেন ইতিমধ্যেই দক্ষিণ হাওড়া ও উত্তর হাওড়ায় মা ক্যান্টিন করার বিষয়টি ফাইনাল হয়ে গিয়েছে। খুব শ্রীঘ্রই সেখানে মা ক্যান্টিন শুরু হবে। মধ্য হাওড়ায় একটি চলছে আর হাওড়া হাসপাতাল চত্বরে একটি মা ক্যান্টিন খুব শ্রীঘ্রই শুরু হবে বলে তিনি জানান।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
উল্লেখ্য, হাওড়া পুরনিগমের নগর জীবিকা মিশনের সহায়তায় শিবপুর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” চালু করতে উদ্যোগ নেওয়া হলো। হাওড়া পুরনিগমের নগর জীবিকা মিশনের ( এনইউএলএম ) সহযোগিতায় ক্যান্টিন চালু হতে চলেছে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ থেকে “মা ক্যান্টিন” হবে শিবপুরে। যেখানে খুবই সস্তায় খাবার পাবেন সাধারণ মানুষ। বুধবার হাওড়া পুরনিগমের এক প্রতিনিধি দল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের কামারডাঙা এলাকার পুরসভা মার্কেটের কাছে পরিদর্শন করেন।
হাওড়া পুরনিগমের সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। তিনি বলেন, এখানে মার্কেটের উপরের তলায় যাতে একটা মা ক্যান্টিন করা যায়, সেখানে একটি স্টল করা যায় আর সেই খাবার বিতরণ করা যায় তার জন্যই পরিদর্শন। সব ঠিক থাকলে এই সম্পর্কে একটি রিপোর্ট আমরা হাওড়া পুরনিগমের উর্দ্ধতন কর্তৃপক্ষকে দেব যাতে খুব শ্রীঘ্রই এই মা ক্যান্টিন উদ্বোধন করা যায় । সৈকতবাবু বলেন ইতিমধ্যেই দক্ষিণ হাওড়া ও উত্তর হাওড়ায় মা ক্যান্টিন করার বিষয়টি ফাইনাল হয়ে গিয়েছে।