Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল

আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল

আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল। আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল নেমেছে।নতুন বছরকে বরণ করে নিয়ে বহু এই দিন টিকে উপভোগ করতে সকল আত্মীয় পরিজন দের নিয়ে পিকনিক করতে আসেন আইহোতে। মাঠ ভরা সরিষা ফুলের কোড়াপাড়া মাঠে তারা খুব আনন্দ পান। শুধুমাত্র ব্লক জুড়ে নয়,জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ এই নিরিবিলি এই মাঠে পিকনিক স্পটে বনভোজন করতে আসেন।

 

সারা বছরের ব্যস্ততার মধ্যে একটি দিন বাড়ির বাইরে প্রকৃতির মাঝে প্রিয়জন বা বন্ধুদের নিয়ে পিকনিকের আমেজে অনেকেই গা ভাসিয়ে দেন এই নতুন বছরে।উৎসব প্রেমীরা মানুষেরা বলেন, বন জন্য রাস্তার ধার দিয়ে দারিয়ে রয়েছে সারি সারি তাল গাছ মাঠ ভরা সরিষার ফুল।খুব ভালো লাগছে।পিকনিক করতে আসা এক ব্যাক্তি জানান, পাশের নদী রয়েছে তাকে খনন করে জলশয় তৈরি করা হলে আগামী দিনে আরো অনেক মানুষের সমাগম বারবে।এছাড়াও রাস্তা ঠিক করার হলে অনেকেই আসবে এই মাঠে।

 

এই আইহো কোড়পাড়া মাঠ প্রতিবারই পিকনিক প্রেমীদের একটি আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে।পিকনিক করতে আসা মানুষেরা জল, জ্বালানির কাঠ সহ অন্যান্য সমস্ত কিছুই বহন করে নিয়ে যেতে হয় এখানে। এসব জায়গায় শৌচাগার না থাকায় পিকনিকে আসা মানুষকে সমস্যায় পড়তে হছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসন বা জেলা পরিষদ এসব জায়গায় পিকনিকের মরশুমে কিছু পরিকাঠামো অন্তত গড়ে তুলুক।

আরও পড়ুন –  ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্লিন থেকে নেতাজী কন্যার ভার্চুয়াল বক্তৃতা

উল্লেখ্য, আইহো কোড়াপাড়া মাঠেও পিকনিকের ঢল নেমেছে।নতুন বছরকে বরণ করে নিয়ে বহু এই দিন টিকে উপভোগ করতে সকল আত্মীয় পরিজন দের নিয়ে পিকনিক করতে আসেন আইহোতে। মাঠ ভরা সরিষা ফুলের কোড়াপাড়া মাঠে তারা খুব আনন্দ পান। শুধুমাত্র ব্লক জুড়ে নয়,জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ এই নিরিবিলি এই মাঠে পিকনিক স্পটে বনভোজন করতে আসেন।সারা বছরের ব্যস্ততার মধ্যে একটি দিন বাড়ির বাইরে প্রকৃতির মাঝে প্রিয়জন বা বন্ধুদের নিয়ে পিকনিকের আমেজে অনেকেই গা ভাসিয়ে দেন এই নতুন বছরে।উৎসব প্রেমীরা মানুষেরা বলেন, বন জন্য রাস্তার ধার দিয়ে দারিয়ে রয়েছে সারি সারি তাল গাছ মাঠ ভরা সরিষার ফুল।খুব ভালো লাগছে।

 

পিকনিক করতে আসা এক ব্যাক্তি জানান, পাশের নদী রয়েছে তাকে খনন করে জলশয় তৈরি করা হলে আগামী দিনে আরো অনেক মানুষের সমাগম বারবে।এছাড়াও রাস্তা ঠিক করার হলে অনেকেই আসবে এই মাঠে। এই আইহো কোড়পাড়া মাঠ প্রতিবারই পিকনিক প্রেমীদের একটি আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে।পিকনিক করতে আসা মানুষেরা জল, জ্বালানির কাঠ সহ অন্যান্য সমস্ত কিছুই বহন করে নিয়ে যেতে হয় এখানে। এসব জায়গায় শৌচাগার না থাকায় পিকনিকে আসা মানুষকে সমস্যায় পড়তে হছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top