Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
হাসপাতালের সামনের রাস্তা দখলে নিয়ে বেআইনি পার্কিং থেকে ...

হাসপাতালের সামনের রাস্তা দখলে নিয়ে বেআইনি পার্কিং থেকে গজিয়ে ওঠা দোকান পসরা দ্রুত সরানোর কড়া নির্দেশ মেয়র গৌতম দেবের

হাসপাতালের সামনের রাস্তা দখলে নিয়ে বেআইনি পার্কিং থেকে গজিয়ে ওঠা দোকান পসরা দ্রুত সরানোর কড়া নির্দেশ মেয়র গৌতম দেবের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাসপাতালের সামনের রাস্তা দখলে নিয়ে বেআইনি পার্কিং থেকে গজিয়ে ওঠা দোকান পসরা দ্রুত সরানোর কড়া নির্দেশ মেয়র গৌতম দেবের। শিলিগুড়ি শহরের কেন্দ্রে জেলা হাসপাতালের গা লাগোয়া ফুটপাত দখলে নিয়েই চলছে বিপদজনক ভাবে আগুন জ্বালিয়ে খাবারের দোকান।

 

শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালের মুখ্য গেটের সামনের এই চিত্র দেখেউষ্মা প্রকাশ শহরের মেয়র তথা রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। এদিন রুগী কল্যাণ সমিতির বৈঠকের সহ শিলিগুড়ি জেলা হাসপাতালে একাধিক প্রকল্পের উদ্বোধনে আসেন মেয়র তথা রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হাসপাতালে সামনের রাস্তায় দুই ধার দিয়ে সারি সারি গজিয়ে ওঠা বেআইনি যত্রতত্র পার্কিং দোকান পসরা দেখে তৎক্ষণাৎ পদক্ষেপে গ্রহণের নির্দেশ দেন।

 

মেয়র সরাসরি শিলিগুড়ি পুলিশ কমিশনারকে ফোন করেন। হাসপাতালের সামনের রাস্তা দখলে নিয়ে এই বেপরোয়া কাজের বিষয়টি জানান। এরপরই শিলিগুড়ি থানার আইসি তড়িঘড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছান। রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর মেয়র গৌতম দেব বলেন- হাসপাতালে সামনের রাস্তাটা যেভাবে জবরদখল করে এ ধরনের কাজ চলছে সেটা মেনে নেওয়া যায় না। হাসপাতাল সংলগ্ন এলাকা রুগী এবং রুগী পরিজনের জন্য। দুই ধার দিয়ে খাবার দোকান পানের দোকানসহ নানারকম দোকান পসরা গজিয়ে উঠেছে।

 

হাসপাতালের মূল গেটের মুখে বাসনপত্র মাজা ঘষার ছবি ধরা পড়ছে যা কাম্য নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন হাসপাতালে সামনে এ ধরনের পরিবেশ বাঞ্ছনীয় নয়। অন্য কোথাও হাসপাতালে এ ধরনের ছবি দেখা যায় না। দ্রুততার সঙ্গে এই অস্থায়ী কাঠামো গড়ে দোকান সরিয়ে দিতে হবে। এ বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। পার্কিং এলাকাটি পুরো নিগমের তরফ থেকে কড়াকড়ি ভাবে পরিচালনা করা হবে। শহরের কেন্দ্রে হাসপাতাল এলাকায় রাস্তার ওপর একাধিক দোকান পসরা রয়েছে।

 

সারি সারি টোটোর লাইন দাঁড়িয়ে থাকে দিনভর। একাধিকবার ট্রাফিক পুলিশের তরফে দোকান পসরা, বেআইনী পার্কিং হঠানোর ব্যবস্থা গ্রহণ করা হলেও ফের বেপরোয়াভাবে চলে রাস্তা দখলে নিয়ে ব্যাবসার কারবার। যার জেরে ওই হাসপাতালে মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দিনের অধিকাংশ সময়তেই যানজটে নাকাল হতে হয়। এদিন গৌতম দেবের কড়া নির্দেশের পরই পুলিশের তরফে তলব করা হয়েছে রাস্তায় দখলে নিয়ে দোকান গজিয়ে তোলা ব্যাবসায়িদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top