Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ব্যর্থতা ! আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঋষিকেশের পথে কৈলাশ খের ,

ব্যর্থতা ! আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঋষিকেশের পথে কৈলাশ খের ,

ব্যর্থতা ! আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঋষিকেশের পথে কৈলাশ খের ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্যর্থতা ! আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ঋষিকেশের পথে কৈলাশ খের , ব্যর্থতায় জেরবার গায়ক, ”কারও মানসিকতার সঙ্গে আমার চিন্তাভাবনার মিল থাকত না। সব কিছু থেকেই যেন আমি বাতিল। একদিন আমি স্থার করি আমি আত্মহত্যা করব। দিলাম গঙ্গায় ঝাঁপ।” অধিকাংশ স্টারের পিছনেই এমন কিছু না কিছু গল্প থেকে যায়, যা তাঁর জীবনের মোড় পাল্টে দেয়। সাধারণ মধ্যবিত্ত জীবন, কিংবা ভিড়ের মধ্যে ক্রমশ হারিয়ে যাওয়া না, মৃত্যুর মুখ থেকেও যে ভাগ্য কারও-কে ফিরিয়ে আনতে পারে, তার প্রমাণই হয়ে থারেন এই সকল স্টারেরা। যার মধ্যে এক উজ্জ্বল নাম হল কৈলাশ খের। যাঁর কণ্ঠের যাদুতে মুগ্ধ সকলেই। কিন্তু সেই মানুষটাই যে একটা সময় ম়ত্যুর কোলে ঢোলে পড়তে চেয়েছিলেন, তা কে জানত। নিজের কঠিন সময় নিয়ে, নিজেি মুখ খুলেছিলেন গায়ক।

 

 

 

সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কৈলাশ খের বলেছিলেন, ”আমি অনেক কাজ করেছি। আমার বয়স যখন ২০ থেকে ২১, তখন আমি দিল্লিতে একটি ব্যবসা শুরু করেছিলাম। তারপরও অনেক চেষ্টা করি। দুর্ভাগ্যবশত একে একে সব ব্যবসা বন্ধ হয়েগিয়েছিল। এরপর আমি হঠাৎই স্থির করি পন্ডিত হয়ে যাব। ঋষিকেশের পথে পা বাড়াই। সেখানে গিয়ে আমার মনে হয় আমি বড্ড বেশি বেমানান সব কিছু সঙ্গে। কারও মানসিকতার সঙ্গে আমার চিন্তাভাবনার মিল থাকত না। সব কিছু থেকেই যেন আমি বাতিল। একদিন আমি স্থার করি আমি আত্মহত্যা করব। দিলাম গঙ্গায় ঝাঁপ।”

 

 

 

কীভাবে ফেরা হল তবে ঘরে, গায়ক বলেন, ”তখনই ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে আমায় বাঁচায়। তিনি সহজ সরলভাবে আমায় প্রশ্ন করেন সাঁতার কাটতে পারেন না? আমি উত্তর করি মরতে। এটা জানান পরই তিনি সজোরে আমার মাথায় মারেন।”

 

আরও পড়ুন –  ভয় পেলে নিরাপত্তা দেব! বিচারপতি নির্দেশ দিয়েছেন সুবীরেশ ভট্টাচার্যকে জানাতে হবে, কার..

এরপর গায়ক জানান, এই ঘটনার ঠিক পরের দিনই তিনি নিজেকে সারা দিন ঘরে বন্ধ করে রেখেছিলেন। কোনও খাবার ছিল না তাঁর সঙ্গে। কোনও যোগাযোগ ছাড়াই তিনি একটা গোটা দিন ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করে চলেছিলেন। এরপর তিনি মুম্বই পা রাখতে তাঁর ভাগ্যবদল ঘটে।

(সব খবর, ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top