নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অডিয়ো ক্লিপ ভাইরাল!

নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অডিয়ো ক্লিপ ভাইরাল!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে অডিয়ো ক্লিপ ভাইরাল! উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং তাঁর ছেলেকে নিয়েও কথা বলা হয়েছে অডিয়ো ক্লিপে। কর্মসূচি নিয়ে তাঁরা কোনও নির্দেশ দিয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচি নিয়ে শনিবার সন্ধ্যায় একটি ‘অডিয়ো ক্লিপ’ (যার সত্যতা যাচাই করেনি সাইন টিভি ) ছড়িয়ে পড়ল। দুই ব্যক্তির মধ্যে ফোনে কথোপকথনের সেই অডিয়ো ক্লিপে এক ব্যক্তিকে অন্য জনের উদ্দেশে গুলি ছোড়ার পরামর্শ দিতে শোনা গিয়েছে। বিজেপি ‘অডিয়ো ক্লিপ’টি সমাজমাধ্যমে প্রকাশ করে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসকদলও।

 

 

এ বিষয়ে উদয়ন বলেন, ‘‘এ সব পরিকল্পনা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো খারাপ রাজনীতি। মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। সমাজমাধ্যমের রাজনীতি মানুষ বোঝেন। তাঁরা অত বোকা নন! মাথায় বুদ্ধি থাকলে এ সব কেউ করে না।’’

আরও পড়ুন –লাখ লাখ টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় লোক নিয়ে আসার অভিযোগ…

 

অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পরেই দাবি, ওই কথোপকথন দুই তৃণমূল নেতার মধ্যে হয়েছে। দলীয় কর্মসূচিতে ঝামেলা পাকানোর পরিকল্পনা করছেন তাঁরা! অডিয়ো ক্লিপে এক জনকে বলতে শোনা গিয়েছে, কর্মসূচিতে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর দিয়ে গুলি চালাতে হবে, যাতে বাহিনীও গুলি চালায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এবং তাঁর ছেলেকে নিয়ে কথা বলা হয়েছে অডিয়ো ক্লিপে। কর্মসূচি নিয়ে তাঁরা কোনও নির্দেশ দিয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। ক্লিপটি প্রকাশ্যে এনে তদন্তের দাবি তুলেছে বিজেপি। দলের জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘অডিয়ো ক্লিপের তদন্ত হওয়া দরকার। রাজনীতি এমনও হতে পারে, ভাবাই যায় না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, অডিয়ো ক্লিপের তদন্ত করা হোক।’’

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং ইউটুবে)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top