ফুটন্ত গরম তেলে একফালি তরমুজ দেওয়ার পর যে কাণ্ডটা ঘটল, না দেখলে বিশ্বাস করবেন না! দেখুন ,

ফুটন্ত গরম তেলে একফালি তরমুজ দেওয়ার পর যে কাণ্ডটা ঘটল, না দেখলে বিশ্বাস করবেন না! দেখুন ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফুটন্ত গরম তেলে একফালি তরমুজ দেওয়ার পর যে কাণ্ডটা ঘটল, না দেখলে বিশ্বাস করবেন না! দেখুন ,ইন্টারনেট এক অদ্ভুত জায়গা। এখানে আপনি এমন অনেক কিছুই দেখতে পাবেন, যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য ভাবায়। ঠিক সেরকম ভাবেই আপনাকে ভাবানোর জন্য আমাদের কাছে একটি চমত্‍কার ভিডিয়ো রয়েছে। গরমে অনেকেরই মুখে রুচি নেই। যতটা পারছেন ঠান্ডা খাবার আর পানীয় খেয়েই দিন গুজরান হচ্ছে তাঁদের।

 

 

 

 

এই গরমে অনেকেরই প্রিয় একটি ফল হল তরমুজ (Watermelon), যা তাঁদের পরম শান্তি দিতে পারে। কিন্তু সেই তরমুজ যদি গরম তেলে ভাজা হয়, তাহলে কি হতে পারে ভেবে দেখেছিলেন কেউ? সেই কাণ্ডটাই এবার দেখা গেল। আর গরম তেলে (Oil) সেই তরমুজ ভাজার (Deep Fry) পর তা যা আকার ধারণ করল, ভিডিয়ো দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ।

 

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –  ভয়াবহ অভিজ্ঞতা পর্যটকদের ! গাড়ি লক্ষ্য করে ছুটে আসে বাঘ,দেখুন সেই ভিডিও

 

 

ইনস্টাগ্রামে Protagonista Digital নামের একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়োতে প্রথমে দেখা গেল, ফুটন্ত গরম তেলে ছেড়ে দেওয়া হল একফালি তরমুজ। গরম তেলে পড়া মাত্রই সে তরমুজ গলে লাল। মুহূর্তে তেলের রংও লাল হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই সেই তেলে ছেড়ে দেওয়া হল দুই প্যাকেট কর্ন। তারপর যা হল, তা সত্যিই নজর ঘোরানোর মতো।

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top