এবার পুজোয় মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য -এর দশম অবতার। এই ছবি নিয়ে বহুদিন ধরে খবরে অনির্বাণ ভট্টাচার্য। এরই মাঝে প্রায়শই শোনা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ও জয়া এহেসানের গোপন প্রেমের খবর। এই সবের মাঝে ফের খবরে এলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার শোনা গেল বিষাদের সুর। শোনা যাচ্ছে, ব্যোমকেশের চরিত্র থেকে অবসর নেবেন অনির্বাণ ভট্টাচার্য।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঘোষিত “মেরি মাটি মেরা দেশ কর্মসূচি” সারাদেশের সঙ্গে বামনগোলা ব্লকে শুরু হয়েছে
পুরনো এক সাক্ষাত্কার ফের এসেছে প্রকাশ্যে সেখানে অনির্বানকে বলতে জানা গিয়েছে, ৬ বছরে আটটি সিজন, ২০টি এপিসোজ ও ১৩টি গল্প। অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু, ব্যোমকেশের জার্নি শেষ নয়।’ সদ্য এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষত্কারে অভিনেতা এই প্রসঙ্গে নিজের মনের কথা জানান। তিনি বলেন সদ্য তিনি ৩৭-এ পা দিয়েছেন। বুঝতে পেরেছেন, অভিনেতা হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাই সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, তিনি যা করতে পারেন, যা পারেন না- এই সবটা মিলিয়ে ব্যোমকেশ চরিত্রের ক্ষেত্রে বুঝতে পেরেছেন। তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। তিনি একরৈখিক ভাবে দিনের পর দিন একটি চরিত্রে অভিনয় করার পক্ষপাতী নন বলে জানান। আর এই কারণে চরিত্রে থেকে সরে দাঁড়ালেন অভিনেতা। তিনি একরৈখিক ভাবে দিনের পর দিন একটি চরিত্রে অভিনয় করার পক্ষপাতী নন বলে জানান। আর এই কারণে চরিত্রে থেকে সরে দাঁড়ালেন অভিনেতা।
সে যাই হোক, শীঘ্রই আসছে দশম অবতার। ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ফের সৃজিতের ছবিতে কাজ করলেন অনির্বান। এবার প্রসেনজিত্, যিশু ও জয়া এহেসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়ক। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ছবির তিনটি গানটি স্থান পেয়েছে দর্শক মনে। এখন দেখার ছবিটি কতটা হিট করে। সে যাই হোক, শীঘ্রই আসছে দশম অবতার। ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ফের সৃজিতের ছবিতে কাজ করলেন অনির্বান। এবার প্রসেনজিত্, যিশু ও জয়া এহেসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়ক। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ছবির তিনটি গানটি স্থান পেয়েছে দর্শক মনে। এখন দেখার ছবিটি কতটা হিট করে।