Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
যে অন্যায় করেছে জেলে গিয়েছে,ভাঙড় শান্তই আছে মুখ খুললেন আরাবুল l

যে অন্যায় করেছে জেলে গিয়েছে,ভাঙড় শান্তই আছে মুখ খুললেন আরাবুল

যে অন্যায় করেছে জেলে গিয়েছে,ভাঙড় শান্তই আছে মুখ খুললেন আরাবুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

যে অন্যায় করেছে জেলে গিয়েছে,ভাঙড় শান্তই আছে মুখ খুললেন আরাবুল l ভাঙড় আছে ভাঙড়েই। অশান্তির খবরে আবারও শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার (Dakhin 24 Pargana )এই এলাকা। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় (Bhangar Assembly Election) বিধানসভা কেন্দ্র গত কয়েক সপ্তাহ ধরেই ফের উত্তপ্ত। এলাকার মোড়ে মোড়ে পুলিশ পিকেটিং। চলছে নিয়ম ধরে পেট্রলিং। গত ২১ জানুয়ারি যে রাজনৈতিক উত্তাপে তপ্ত হয়েছিল এই এলাকা তাঁর রেশ চলছে এখনও। যদিও এলাকার দাপুটে তৃণমূল নেতার দাবি- শান্তই রয়েছে ভাঙড়।

 

 

ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা আরাবুল ইসলাম (Arabul Islam), ”শান্তিতেই রয়েছে ভাঙড়। কোথাও কোনও অশান্তি নেই।” একইসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন,”যে দোষ করেছে জেলে গিয়েছে।”

 

 

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ (ISF) এর প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক ও নেতা নওশাদ সিদ্দিকি সহ আরও ১৯ জনকে। তবে থেকেই অশান্তি ছড়ানোর অভিযোগে জেল হেফাজতে নওশাদ। ১৫ ফেব্রুয়ারি অবধি তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।

 

 

আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের (ISF Foundation Day) আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে আইএসএফ সংঘর্ষে সূত্রপাত নয়া অশান্তির অধ্যায়ের। যে অশান্তি পরের দিন অর্থাৎ গত ২১ জানুয়ারি কুরুক্ষেত্রের রূপ ধারণ করে। ধর্মতলায় তৃণমূলের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique) সহ বহু আইএসএফ নেতা-কর্মী। দলের বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে উত্তপ্ত হয়ে ভাঙড়। প্রতিবাদে রাস্তায় নামেন সমর্থকেরা । তার জন্য নতুন করে ছড়ায় অশান্তি। ভাঙড়ে চলে এক প্রস্থ পুলিশি ধরপাকড়। বুধবার আবারও জামিনের বদলে নওশাদ সহ আইএসএফ কর্মীদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধিতে আরও একবার চাপা উত্তেজনায় ফুটছে ভাঙড় বলে খবর।

 

আরও পড়ুন –  যাদবপুরের অনুষ্ঠানে নিয়ম ভাঙার অভিযোগ

 

দোরগোড়ায় পঞ্চায়েত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জেলবন্দি আইএসএফ বিধায়ক। পঞ্চায়েতের আগে এই ঘটনায় বাড়তি অক্সিজেন পেতে চলেছে তৃণমূল। বিধানসভায় ভাঙড় আসন হারানোর পর পঞ্চায়েত জিতে মান ফেরানোই এখন মূল লক্ষ্য ঘাসফুলের। আরাবুল ইসলামের নেতৃত্বে এলাকায় তৃণমূল কর্মীদের সক্রিয়তা তাই এখন নজরে পড়ার মতো। এমতাবস্থায় পঞ্চায়েতের আগে নেতা-কর্মীরা জেল বন্দি হওয়ায় বেশ খানিকটা ব্যাকফুটে আইএসএফ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top