দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর দু’দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) সমন্বয় কমিটিতে দলের কোনও সদস্য থাকবেন না। এই ব্যাপারে দল ‘ধরি মাছ না ছুঁই পানি’ অবস্থান নিয়েছে। বৈঠক শেষে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া জোটকে জোরদার করার কথা বলা থাকলেও সমন্বয় কমিটি শব্দটির উল্লেখ নেই। ওই কমিটিতে দলের কারও থাকার বিষয়েরও তাই উল্লেখ করার অবকাশ ছিল না।
আরও পড়ুনঃ অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করল শিয়ালদা আদালত
তবে দলীয় সূত্রে বলা হয়েছে, কমিটিতে সিপিএমের কেউ থাকবে না। প্রেস বিজ্ঞপ্তিতে অত্যন্ত অস্পষ্টভাবে সমন্বয় কমিটির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, আসন বোঝাপড়ার বিষয়টি রাজ্য স্তরে ঠিক হওয়ার কথা। ফলে সর্ব ভারতীয় কমিটি মাথার উপর চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই।আসলে সমন্বয় কমিটিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাতেই সিপিএমের যত আপত্তি। তৃণমূল নেতার বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত চালাচ্ছে। বাংলার শাসক দলের বিরুদ্ধেও পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অবস্থায় তৃণমূলের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে নারাজ সিপিএম নেতৃত্ব।
অন্যদিকে, কেরলেও সিপিএম কংগ্রেসের (Congress) সঙ্গে বোঝাপড়া চায় না। যদিও বাংলায় তৃণমূল এবং কেরলে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে না, আগেই জানিয়ে রেখেছে সিপিএম। অন্যদিকে, বাংলায় তৃণমূল এবং কেরলে কংগ্রেসও সিপিএমের সঙ্গে বোঝাপড়ার প্রশ্ন নেই বলেই অনেক আগেই স্পষ্ট করেছে। তবে এরপরও তৃণমূল ও কংগ্রেস ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে আছে। সিপিএমের সঙ্গে বাকি দুই দলের এখানেই ফারাক।
কংগ্রেসের হায়দরাবাদের বৈঠকে আপের সঙ্গে বোঝাপড়ার প্রশ্নে সরব হন দিল্লির নেতা অজয় মাকেন এবং পাঞ্জাবের প্রতাপ সিং বাজপা। তিনি পাঞ্জাবের বিরোধী দলনেতা। মাকেন এবং বাজপা বৈঠকে বলেন, আম আদমি পার্টির হাত ধরলে দল টিকিয়ে রাখা কঠিন হবে। আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকাই শেষ কথা নয়, ওই দল কংগ্রেসকে নানাভাবে শেষ করতে চায় বলেও বৈঠকে সরব হন দিল্লি ও পাঞ্জাবের নেতারা। তবে তাঁদের কথা শোনা হলেও কংগ্রেস সভাপতি খাড়্গে আলোচনার দরজা বন্ধ করে দেননি। তিনি বলেন, রাজ্য নেতাদের না জানিয়ে আপের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হবে না। তবে আলোচনা এখনই বন্ধ করা হচ্ছে না।
দিল্লিতে সিপিএমের বৈঠকে অবশ্য স্পষ্ট সিদ্ধান্ত হয় দল সমন্বয় কমিটিকেই কোনও গুরুত্ব দেবে না। ইন্ডিয়া জোটের বাকি কমিটি এবং কর্মসূচিতে দল থাকবে।