ভরদুপুরে কেঁপে উঠল রাজধানী, আতঙ্কে দিল্লিবাসী

ভরদুপুরে কেঁপে উঠল রাজধানী, আতঙ্কে দিল্লিবাসী

ফের কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবার দুপুরে দিল্লির এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৪.৬ রিখটার স্কেলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লির বাসিন্দাদের মধ্যে। হুড়হুড়ি পড়ে যায় সর্বত্র। বহুতল থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। জানা গিয়েছে, ২৫-২৬ মিনিটের মধ্যে মোট দু’বার কেঁপে ওঠে দেশের রাজধানী। আর এই জোরাল কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে চতুর্দিকে। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল থেকে পাঁচ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে নেপালে ভূমিকম্পের মাত্রা ৬.২।

আরও পড়ুনঃ তৃণমূলের ধর্ণা মঞ্চের মধ্যেই সাংবাদিক সম্মেলনে সুড় চড়ালেন শুভেন্দু

ভুমিকম্পের জেরে রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। অনেকেই আবার এই কম্পনের সময়ের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যা দেখে শিউরে উঠছেন সকলে।  কম্পন অনুভব করেন দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারা। হাইরাইজগুলিতে কম্পন অত্যধিক মাত্রায় অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

প্রসঙ্গত, গত অগাস্ট মাসেই কেঁপে উঠেছিল দিল্লি এনসিআর সহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। জানা যায়, রাতের ওই ভূমিকম্পটি হয় আফগানিস্তানে। উৎসস্থল ছিল হিন্দুকুশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তারই প্রভাব পড়ে রাজধানী শহর সহ উত্তর ভারত জুড়ে। চলতি বছর এই নিয়ে মোট চারবার জোরাল ভূমিকম্পের সাক্ষী থাকল ভারতের রাজধানী শহর। উত্তর ভারত মিলিয়ে একাধিক ছোট বড় কম্পন হয়েছে চলতি বছরে। এর আগে গত মার্চ মাসে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয় জোরাল কম্পন। সঙ্গে একের পর এক আফটারশক। কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও। জোরাল এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। National Centre for Seismology-র তরফে জানানো হয়েছিল, সে বার জোরাল ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। সে দেশের কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে এই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। পঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও। জোরাল এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। National Centre for Seismology-র তরফে জানানো হয়েছিল, সে বার জোরাল ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। সে দেশের কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে এই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭।

en.wikipedia.org