Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
খুনের পর তীব্র ‘অনুশোচনা’, নিজের চোখ উপড়ে খেয়ে ফেললেন

খুনের পর তীব্র ‘অনুশোচনা’, নিজের চোখ উপড়ে খেয়ে ফেললেন ফাঁসির আসামি

খুনের পর তীব্র ‘অনুশোচনা’, নিজের চোখ উপড়ে খেয়ে ফেললেন ফাঁসির আসামি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খুনের পর তীব্র ‘অনুশোচনা’, নিজের চোখ উপড়ে খেয়ে ফেললেন ফাঁসির আসামি , স্ত্রী সন্তানদের খুনের পর তীব্র ‘অনুশোচনা’ -য় ভয়ংকর কাণ্ড ঘটালেন গৃহকর্তা। ‘নিজেকে নিজে শাস্তি’ দিতে দু’চোখই চোখ উপড়ে ফেললেন তিনি। শুধু তাই নয়, একটি চোখ গিলে ফেলেন ওই ব্যক্তি। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

 

 

অভিযুক্ত ব্যক্তির নাম অ্যান্ড্রে থমাস। ২০০৪-এ স্ত্রী, ছেলে ও সৎ মেয়েকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে টেক্সাস পুলিশ। ধরা পড়ার পাঁচ দিনের মাথাতেই পুলিশ হেফাজতে ভয়ংকরকাণ্ড করে বসেন অ্যান্ড্রে। নিজের হাতে ডান চোখ উপড়ে পেলেন তিনি। যদিও গোটা পরিবারকে হত্যা করায় তাঁকে মুক্তি দেয়নি মার্কিন পুলিশ। নিয়ম মেনেই তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার শুনানির শেষে ৩৯ বছরের অ্যান্ড্রের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক। আদালতের রায় আসার পর ফের একবার একই কাণ্ড করে বসেন ওই ব্যক্তি। এবার বাঁ চোখ উপড়ে ফেলে তা গিলে নেন অ্যান্ড্রে। বর্তমানে সম্পূর্ণ অন্ধ অবস্থায় জেলবন্দি রয়েছেন ওই ব্যক্তি।আদালতের রায় আসার পর ফের একবার একই কাণ্ড করে বসেন ওই ব্যক্তি। এবার বাঁ চোখ উপড়ে ফেলে তা গিলে নেন অ্যান্ড্রে। বর্তমানে সম্পূর্ণ অন্ধ অবস্থায় জেলবন্দি রয়েছেন ওই ব্যক্তি।

 

 

অ্যান্ড্রের আইনজীবী তাঁর হয়ে প্রাণ ভিক্ষা চাইলেও এখনও তা নিয়ে কোনও পদক্ষেপ করেননি টেক্সাসের গভর্নর। উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত মোট ছ’জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মার্কিন প্রশাসন। এই তালিকায় রয়েছে মোট ২২ জনের নাম।

 

আরও পড়ুন –  পার্থর মামলায় ‘তারিখের পর তারিখ’! ক্ষুব্ধ হয়ে বিচারক সিবিআইকে বললেন, ‘যেটা হচ্ছে,…

বর্তমানে মানসিক রোগে আক্রান্ত অপরাধীদের যে সেলে রাখা হয় সেখানেই বন্দি রয়েছেন অ্যান্ড্রে। তাঁর আইনজীবী জানিয়েছেন, নিজের চারপাশে একটি পরা বাস্তব জগৎ তৈরি করে ফেলেছেন তিনি। মাঝে মধ্যেই সেই জগতের চরিত্রগুলিকে চোখের সামনে দেখতে পান অ্যান্ড্রে।অ্যান্ড্রে পরিবারের খুনের মামলার শুনানি চলাকালীন একাধিক চাঞ্চল্যকর দাবি করেন তাঁর আইনজীবী। এজলাসে মরি লেভিন বলেন, খুনের মাত্র দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করেন অ্যান্ড্রে। শুধু তাই নয়, তিনি হ্যালুসিনেশনের শিকার বলেও দাবি করেছেন আইনজীবী লেভিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top