Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারত, এবার রাইফেলে

এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারত, এবার রাইফেলে

এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারত, এবার রাইফেলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারত, এবার রাইফেলে

 শুক্রবার সকাল সকাল সোনা এল ভারতের ঝুলিতে। শিয়ান গেমসের ষষ্ঠ দিনও সকাল সকাল সোনার স্বাদ পেল ভারত। আরও একবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন শুটাররা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতল ভারত। নিখুঁত লক্ষ্যভেদ করে অনবদ্য পারফরম্যান্স ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরানের। শুধু সোনা জয়ই নয়, বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতল ভারতীয় শুটেররা। চলতি এশিয়ান গেমসে শুটিং থেকে এটি ভারতের ১৫তম পদক।

আরও পড়ুনঃ ডেঙ্গি ইস্যুতে আজ জোড়া কর্মসূচি বিজেপির

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা কঠিন লড়াইয়ের পর আসে ভারতের সাফল্য। তবে ভারতীয় শুটাররা অবিচল ছিলেন তাদের লক্ষ্যভেদে। তিন জন মিলে মোট ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন। যা অন্যান্য প্রতিযোগিের থেকে এগিয়ে রাখে ভারতীয় শুটারদের। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ১৭৪৮ পয়েন্ট। এর আগে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। এদিন ফাইনালে ১৭৬৯ করে নয়া রেকর্ড গড়লেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরানরা। তিন জন মিলে মোট ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন। যা অন্যান্য প্রতিযোগিের থেকে এগিয়ে রাখে ভারতীয় শুটারদের। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ১৭৪৮ পয়েন্ট। এর আগে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। এদিন ফাইনালে ১৭৬৯ করে নয়া রেকর্ড গড়লেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরানরা।

 

প্রসঙ্গত, ফাইনালের স্কোর অনুযায়ী ব্যক্তিগত ইভেন্টের কোয়ালিফায়ারে স্বপ্নিল মোট 591-33x নিয়ে শীর্ষে, এবং ঐশ্বরিয়া মোট 591-27x নিয়ে দ্বিতীয় হয়েছেন। এদিকে, অখিল 587-30x নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। তিনজনই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। শুক্রবার সকাল ১১.৩০ থেকে ফাইনাল শুরু হওয়ার কথা। তার আগে দলগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় শুটাররা। এদিকে, অখিল 587-30x নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। তিনজনই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। শুক্রবার সকাল ১১.৩০ থেকে ফাইনাল শুরু হওয়ার কথা। তার আগে দলগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় শুটাররা।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top