৪ দিনে ‘জাওয়ানের’ মোট আয় ৫৩৫ কোটি

৪ দিনে 'জাওয়ানের' মোট আয় ৫৩৫ কোটি

৪ বছরের একটা বড়ো বিরতি শেষে পর্দায় ফিরেছিলেন রোমান্স কিং শাহরুক খান। পর্দায় দিপীকা পাডুকনের সঙ্গে জুটি বেঁধে পাঠান ছবি হয়েছিল সুপার হিট। এর ঠিক কিছুমাস পর আবার তার নয়া ছবি জাওয়ান নিয়ে পর্দায় ফেরেন তিনি। নায়িকা সাউথের নয়নতারা। সাউথের পরিচালক অ্যাথলি কুমারে পরিচালনায় ৪ বছর পর ফিরে এসে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছেন শাহরুখ খান। একটা সময় একেবারেই ভাল ছবি তৈরি করতে পারছিলেন না বাদশাহ। কিন্তু এখন পুরো খেলাটাই পাল্টে গিয়েছে। বদলে গিয়েছে আপামর। শাহ ফের সত্যি করেছেন তাঁকে নিয়ে তৈরি সেই পুরনো প্রবাদ ‘… শাহরুখ খান সেলস’ (শাহরুখ বিক্রি হন)। সেই কারণেই মুক্তির ৪ দিনের মাথায় ৫০০ কোটির ব্য়বসা করে ফেলেছে ছবি। কেবল কী তাই! ছবিতে রয়েছে নির্ভেজাল বিনোদন। যা মাস, অর্থাৎ আমজনতার মাথার উপর দিয়ে কখনওই উড়ে যাবে না। ছবিটি পুরো বিশ্বে মোট ব্যবসা করেছে ৫৩৫ কোটি। যা এখনও অব্দি ভারতীয় সিনেমা জগতের নয়া রেকর্ড। ৪ দিনে এত ইনকাম এর আগে কোনো ভারতীয় সিনেমা করে নি। আর এবার হয়তো ভারতের পাশাপাশি বক্স অফিস কালেকসনে হলিউডকে মাত দিতে চলেছে শাহরুকের জাওয়ান।

 

কেবলমাত্র আমেরিকা থেকেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের টাকার ব্যবসা করে হলিউডকেও মাত করতে চলেছে ‘জওয়ান’। এমনকী, সপ্তাহ শেষে ছাপিয়ে গিয়েছে ‘ওপেনহাইমার’, ‘বার্বি’র মতো বলিউড ছবিকেও।

আরও পড়ুনঃ মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, এই আতঙ্কে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী, বাড়ল রক্ষাকবচ

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সেই দিনটিকে বলা হয়েছিল ‘জওয়ান ডে’। ছবি মুক্তির অগ্রিম বুকিং বলে দিচ্ছিল বক্স অফিসে ঝড় উঠিয়ে দেবে ‘জওয়ান’। ছবিতে একাধিক লুকে দেখা যায় শাহরুখকে। কখনও ব্যান্ডেজে মোড়া, তো কখনও মাথা ন্যাড়া। রোম্যান্টিক শাহরুখের অ্যাকশন দেখে প্রমাণিত হয়েছে, যে কোনও বয়সে যা কিছু করতে পারেন তিনি।

 

শাহরুখের এই ছবিটি দক্ষিণী ঘরানায় তৈরি। জানুয়ারি মাসে ‘পাঠান’ মুক্তি পাওয়ার ৯ মাস পর মুক্তি পেল ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর প্রক্ষাগৃহে মুক্তি পায়াছে জাওয়ান। ছবির পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে প্রধান নারীচরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন তাঁর প্রিয় কোস্টার দীপিকা পাড়ুকোনও।

en.wikipedia.org