নদীর উপর দিয়ে বাইক চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গেলেন এক ব্যক্তি, নদীতে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা, অনেকেই বাইক নিয়ে বিভিন্ন ধরনের স্টান্টের ভিডিও দেখেছেন। বাইক নিয়ে এইসব বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে বহু লোকেই বিপদের মুখে পড়েছেন । কিন্তু এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি নদী তে বাইক চালাচ্ছেন।সেই ব্যক্তি নদীর উপর দিয়ে বাইক চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছেন এবং এটি কোনও এডিটেড ভিডিও নয়।
একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, পাড় থেকে নদীতে বাইক চালিয়েই নেমেছেন ওই ব্যক্তি। তারপর নদীর মধ্যে একপাক ঘুরে অন্যদিকের পাড়ে উঠে গিয়েছেন। নদীতে জলের পরিমাণও বেশ ভালই ছিল।কিন্তু কীভাবে ওই ব্যক্তি নদীর মধ্যে এমন সহজ ভাবে বাইক চালালেন, সেই প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে।
আরও পড়ুন – ফের বিতর্কে দলাই লামা ! ঠোঁটে চুমুর পর নাবালককে ‘নির্দেশ’ ‘আমার জিভ…
সমানতালে পাল্লা দিয়ে বেড়ে লাইক, কমেন্টের সংখ্যাও।ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “ইচ্ছে থাকলেই উপায় হয়, তারই চমত্কার উদারহণ হল এই ভিডিও। কী ভাবছেন এই ভিডিয়ো দেখে? খুব চালাক একটা পদক্ষেপ, তবে ঝুঁকিপূর্ণও বটে।” প্রচুর মানুষ এই ভিডিও দেখেছেন। চালকের স্টান্ট দেখে যে মানুষজন কতটা অবাক হয়েছেন, তা কমেন্ট দেখেই বোঝা গিয়েছে।
আরও পড়ুন – ফাঁকা প্লেনের মধ্যেই এটা কি করলেন দুই ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )