Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
গাড়ির চালকের লাইসেন্স ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ডেড থাকত।

কড়া পদক্ষেপ! গাড়িচালকদের লাইসেন্স সাসপেন্ড করতে পারবেন SI-রা

কড়া পদক্ষেপ! গাড়িচালকদের লাইসেন্স সাসপেন্ড করতে পারবেন SI-রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কড়া পদক্ষেপ!গাড়িচালকদের লাইসেন্স সাসপেন্ড করতে পারবেন SI-রা ।শহরে বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।এখন থেকে পথ দুর্ঘটনার ক্ষেত্রে থানার তদন্তকারী সাব ইন্সপেক্টর রাই অভিযুক্ত চালকের লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ করতে পারবেন।সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) রূপেশ কুমার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন গণপরিবহণ সংগঠনগুলির নেতারা।এত দিন দুর্ঘটনায় কোনও রক্তপাতের ঘটনা ঘটলে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ লাইসেন্স সাসপেন্ড করতে পারত।এ ক্ষেত্রে গাড়ির চালকের লাইসেন্স ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ডেড থাকত।পরে আবার আবেদনের ভিত্তিতে সেই লাইসেন্স ফেরত পেতেন চালকরা।কিন্তু নতুন নিয়মে আশঙ্কার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন গণপরিবহণ সংগঠনের নেতারা। কারণ,ইতিমধ্যে কলকাতার সব থানার ওসিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে,পরিবহণ দফতরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (আরটিও) বা অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (এআরটিও)-এর কাছে নিয়ম মেনে এই সুপারিশ পাঠাতে হবে।

 

 

 

 

 

 

 

কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে,শহরে বাইক-সহ বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে,ছোটখাটো পথ দুর্ঘটনার ক্ষেত্রে নির্বিচারে লাইসেন্স সাসপেন্ড করা হলে বেসরকারি পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে।যার ফল আগামী দিনে ভোগ করতে হতে পারে গণপরিবহণের ওপর নির্ভরশীল সাধারণ মানুষকে।তাই এই নতুন নিয়ম কার্যকর করার আগে পুলিশ প্রশাসনের বিষয়টি আবারও ভেবে দেখা উচিত বলে দাবি করেছে পরিবহণ সংগঠনগুলি। আপাতত তারা তাদের আপত্তির কথা মৌখিক ভাবে পরিবহণ দফতরকে জানিয়েছে।সিটি সাবারবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন,‘‘ট্র্যাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে পারে।কিন্তু পরিবহণ সংক্রান্ত বিষয়টি ভাল বোঝে পরিবহণ দফতর। তাই গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত পরিবহণ দফতর এ বিষয়ে সিদ্ধান্ত নিলে ভাল হয়।’’তিনি আরও বলেন,‘‘এসআইদের হাতে লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশের ক্ষমতা গেলে তার প্রভাব গাড়ির চালকদের জীবনে পড়তেই পারে। যথেচ্ছ ভাবে লাইসেন্স সাসপেন্ড করা হলে এক জন গাড়ির চালক যদি ছয় মাস থেকে এক বছরের জন্য বেকার হয়ে যান,তা হলে তাঁর পরিবারের দায় কে নেবে?আমরা এমন প্রশ্ন তুলছি প্রশাসনের কাছে।’’

 

 

 

 

আরও পড়ুন –   মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রসঙ্গ টেনে এ কি বললেন শান!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top