মহালয়ার পূর্ণতীথিতে গঙ্গার ঘাটে তর্পণ, বরিশা প্লেয়ার্স কর্নারে মায়ের চক্ষুদান, শুভেন্দুর শোভাযাত্রা

মহালয়ার পূর্ণতীথিতে গঙ্গার ঘাটে তর্পণ, বরিশা প্লেয়ার্স কর্নারে মায়ের চক্ষুদান, শুভেন্দুর শোভাযাত্রা

আজ, শনিবার মহালয়া। আজ ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় করেন তর্পণকারীরা। এই তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনটিতে তর্পণ করা হয় পরলোকগত পূর্বপুরুষের জন্য৷ ১৪ ই অক্টোবর অর্থাৎ আজ শনিবার পিতৃপক্ষ শেষ হল। শেষ হল আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এবারে অমাবস্যার দিনটি শনিবার অর্থাৎ আজ, এটিকে শনিচরি অমাবস্যাও বলা হয়। সর্ব পিতৃ অমাবস্যার দিনে, পূর্বপুরুষরা পৃথিবী থেকে পিতৃজগতে ফিরে যান। কথিত আছে, সর্ব পিতৃ অমাবস্যার দিনে, মানুষ যদি কোনও মৃত ব্যাক্তির শ্রাদ্ধ করতে ভুলে যান তবে সেই ব্যাক্তি তার নামেও করতে পারেন। এছাড়াও, পূর্বপুরুষদের কিছু মন্ত্রও এই দিনে জপ করা হয়। এই প্রথা মেনে আজ শনিবার মহালয়ার সকালে মানুষ ভিড় জমাচ্ছেন তর্পনের জন্য রাজ্যের বিভিন্ন ঘাটে।

আরও পড়ুনঃ মহালয়ার দিন সকালেই হাওড়াতে বড় অগ্নিকাণ্ড

মহালয়ার দিন সকালে কলকাতার বিভিন্ন ঘটে তর্পন শুরু হয়েছে। কলকাতার তক্তা ঘাটেও মানুষ ভিড় জমাচ্ছেন। পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে তাদের স্মৃতিকে স্মরণ করে শুরু হবে মাতৃপক্ষের সূচনা।। বরিশা প্লেয়ার্স কর্নারে, মহালয়ার সঙ্গে সঙ্গেই দেবীর চক্ষু দান সম্পন্ন হল। এই পুজো সৌরভ গাঙ্গুলির পুজো নামেই ক্ষ্যাত। মহালয়ার দিন সকালে কলকাতার বিভিন্ন ঘটে তর্পন শুরু হয়েছে। কলকাতার তক্তা ঘাটেও মানুষ ভিড় জমাচ্ছেন। পূর্বপুরুষদের শান্তির উদ্দেশ্যে তাদের স্মৃতিকে স্মরণ করে শুরু হবে মাতৃপক্ষের সূচনা।। বরিশা প্লেয়ার্স কর্নারে, মহালয়ার সঙ্গে সঙ্গেই দেবীর চক্ষু দান সম্পন্ন হল। এই পুজো সৌরভ গাঙ্গুলির পুজো নামেই ক্ষ্যাত।

 

দেবীপক্ষের শুভ সূচনায় মহালয়ার পূণ্য তিথিতে আজ কাঁথিতে মাতৃশক্তি দের সঙ্গে ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত আগমনী শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবীপক্ষের শুভ সূচনায় মহালয়ার পূণ্য তিথিতে আজ কাঁথিতে মাতৃশক্তি দের সঙ্গে ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত আগমনী শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

দেবীপক্ষের শুভ সূচনায় মহালয়ার পূণ্য তিথিতে আজ কাঁথিতে মাতৃশক্তি দের সঙ্গে ভবতারিণী মন্দির থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত আগমনী শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও, পূর্বপুরুষদের কিছু মন্ত্রও এই দিনে জপ করা হয়। এই প্রথা মেনে আজ শনিবার মহালয়ার সকালে মানুষ ভিড় জমাচ্ছেন তর্পনের জন্য রাজ্যের বিভিন্ন ঘাটে।

en.wikipedia.org