Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য

ফের চর্চায় দিল্লি মেট্রো , দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য, দেখুন

ফের চর্চায় দিল্লি মেট্রো , দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য, দেখুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের চর্চায় দিল্লি মেট্রো , দিল্লি মেট্রোর অন্দরে সেই মারপিটের দৃশ্য, দেখুন , আবার ভাইরাল দিল্লি মেট্রো। তবে কোনও স্বল্পবসনা তরুণীর কারণে বা যুগলের প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য নয়। দিল্লি মেট্রোর অন্দরে তৈরি হওয়া রণক্ষেত্রে পরিস্থিতির জন্য এ বার চর্চায় রাজধানীর মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রোর অন্দরের সেই মারপিটের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ব্যবহারকারীরা বিভিন্ন মজার মজার মন্তব্য করেছেন। এক জন ব্যবহারকারী ওই দুই যাত্রীকে ‘শক্তিমানের’ সঙ্গেও তুলনা করেছেন।

 

 

 

 

 

 

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে বিবৃতি জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এই প্রসঙ্গে, ডিএমআরসির জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘আমরা অনুরোধ করছি যাতে মেট্রোতে ভ্রমণ করার সময় যাত্রীরা সঠিক আচরণ করেন। কোনও যাত্রীর আপত্তিকর আচরণ লক্ষ করলে অন্যরা যেন অবিলম্বে ডিএমআরসির হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। মেট্রোর নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যেই যাত্রীদের অভব্য আচরণ বন্ধ করতে নজরদারি বাড়িয়েছে।’’

 

 

 

আরও পড়ুন –  ‘কাটমানিহীন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত’ গড়তে ‘হাত ধরো, গ্ৰাম গড়ো’ ইস্তাহার প্রকাশ অধীর চৌধুরীর

 

 

 

 

https://twitter.com/sbgreen17/status/1673975850923085824?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1673975850923085824%7Ctwgr%5E4bd7cc0e11e879d9602851ecfe1e50b1fb5370d6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fviral%2Fviral-video-of-two-men-beating-each-other-inside-delhi-metro-dgtl%2Fcid%2F1441231

 

 

দিল্লি মেট্রোয় সফর করছিলেন দুই পুরুষ যাত্রী। দু’জনের পিঠেই ব্যাগ। দু’জনেরই বয়স চল্লিশের কোঠায়। হঠাৎ তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অচিরেই তা পরিণত হয় মারপিটে।ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোয় সফর করছিলেন দুই পুরুষ যাত্রী। দু’জনের পিঠেই ব্যাগ। দু’জনেরই বয়স চল্লিশের কোঠায়। হঠাৎ তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অচিরেই তা পরিণত হয় মারপিটে। একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাতে থাকেন তাঁরা। ওই দুই যাত্রীকে ঘিরে দাঁড়িয়ে থাকা ভিড়ের কেউ কেউ তাঁদের মারামারি থেকে বিরত করার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। তবে স্টেশন চলে আসায় মারপিট থামিয়ে তাঁদের মধ্যে হঠাৎই এক জন মেট্রো থেকে নেমে যান। তিনি কোন মেট্রো স্টেশনে নেমে যান, তা ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।

RECOMMENDED FOR YOU.....