‘ভারতকে শত্রু বলতে চাইনি,’ নিজের মন্তব্যের কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে জানালেন পিসিবি চেয়ারম্যান

'ভারতকে শত্রু বলতে চাইনি,' নিজের মন্তব্যের কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে জানালেন পিসিবি চেয়ারম্যান

বেজে গেছে বিশ্বকাপের দামামা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সব দেশ ভারতে এসে পৌঁছিয়েছে। পাকিস্তানের টিমও উপস্থিত হয়েছে ভারতে। আর এই আবহেই ভারতকে ‘শত্রু দেশ’ বলে দাবি করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরফ। তবে এই দাবির পরই  নিজের অবস্থান থেকে সরে এলেন তিনি। নিজের মন্তব্যকে কার্যত ১৮০ ডিগ্রি বদলে জাকা আশরফ বললেন, পাকিস্তান ক্রিকেট দলকে যেভাবে হায়দরাবাদ বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে দুই দেশের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। গত বুধবার হায়দরাবাদে পা রাখেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রায় ৭ বছর পর পাকিস্তান ক্রিকেট দল আবারও ভারত সফরে এল।

আরও পড়ুনঃ ডায়বেটিসে রক্তে শর্করা কমাতে নিয়মিত পান করুন এই পানীয়গুলি

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের বেতন বৃদ্ধি করা হয়েছে। এরপর আশরফ বলেছিলেন, ‘কেন্দ্রীয় চুক্তি অনুসারে এই বেতন বৃদ্ধির কারণে শত্রুর দেশে গিয়ে আমাদের দেশের ক্রিকেটাররা আরও ভালো করে খেলার অনুপ্রেরণা পাবে।’ আশরফের এই ‘টিপ্পনি’র ভিডিয়ো ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পদাধিকারিকদের এই মন্তব্য একেবারেই পছন্দ হয়নি। তবে শুক্রবার সন্ধ্যা গড়াতে না গড়াতেই তিনি নিজের ভুল স্বীকার করে নেন।

 

পিসিবি’র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ বলেছেন যে ভারতে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলকে যথেষ্ট উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এর থেকে একটা ব্যাপার স্পষ্ট হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঠিক কতটা ভালো সম্পর্ক রয়েছে।’ তাঁর ‘শত্রু দেশ’ মন্তব্যের কারণে যে হিতে বিপরীত অবস্থা হতে পারে, সেকথা মাথায় রেখেই জাকা আশরফ নিজের অবস্থান থেকে পালটি খান।

 

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ভালোবাসার নিদর্শন হায়দরাবাদ বিমান বন্দরেই পাওয়া গিয়েছে। সেখানে আমাদের গোটা দলকে অভ্যর্থনা জানানো হয়েছে।’ এমন অভ্যর্থনা জানানোর কারণে আশরফ ভারতীয়দের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভারত এবং পাকিস্তান যখনই ক্রিকেট ময়দানে একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই লড়াই করে।

 

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই দুটো দেশের মধ্যে বহু বছর কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হয়নি। শুধুমাত্র আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মঞ্চেই এই দুটো দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায়। ২০২৩ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান আগামী ১৪ অক্টোবর অহমেদাবাদে আয়োজন করা হবে। এই ম্যাচটা দেখার জন্য আশরফও ভারতে আসতে পারেন।

en.wikipedia.org