দক্ষিন 24 পরগণা – আগামী ১৫ জুন সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর সুন্দরবনের উপকূলবর্তী ঘাটগুলি থেকে বঙ্গোপসাগরে নামবে শয়ে শয়ে মাছ ধরার ট্রলার। তবে এবার মৎস্যজীবীদের সুরক্ষায় যুক্ত হচ্ছে ইসরোর প্রযুক্তি।
কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে স্যাটেলাইট-নির্ভর মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস, অর্থাৎ ট্রান্সপন্ডার বসানোর কাজ। এই যন্ত্র মোবাইল নেটওয়ার্ক-বিচ্ছিন্ন গভীর সমুদ্রে বিপদের সময় উপকূলে সঙ্কেত পাঠাতে পারবে। পাশাপাশি, ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশের আগে সতর্কতাও জানাবে ট্রলারে বসানো এই ডিভাইস।
এছাড়াও, মাছের ঝাঁক কোথায় রয়েছে, সে সম্পর্কেও তথ্য পাবে মৎস্যজীবীরা। প্রাথমিকভাবে কাকদ্বীপ মহকুমার ৩০০টি ট্রলারে এই প্রযুক্তি বসানো হচ্ছে। পরবর্তী ধাপে আড়াই হাজার ট্রলারেই এটি বসানো হবে বলে জানিয়েছে মৎস্যজীবী সংগঠন।
মৎস্যজীবীরা মনে করছেন, এই প্রযুক্তি তাঁদের নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি সমুদ্রপথে চলাফেরা এবং মাছ ধরার ক্ষেত্রে বড় সুবিধা দেবে।
