পুনে – কোম্পানির বাসেই পুড়ে মৃত্যু হল চারজন কর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুনেতে । ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সংস্থারই কয়েকজন কর্মী। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা। বাসে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
পুনের হিঞ্জেওয়াড়ি এলাকায় একটি বেসরকারি সংস্থার ওই বাসটিতে আগুন লেগে যায়। সেই সময়ে তার ভিতর ছিলেন সংস্থার একাধিক কর্মী। তাড়াহুড়ো করে সকলেই নামার চেষ্টা করেছিলেন। বেশিরভাগ কর্মী নেমে যেতে পারলেও ওই ৪ জন নামতে পারেননি। বাসের ভিতরেই পুড়ে মৃত্যু হয় তাঁদের।
পুলিশ সূত্রে খবর, ‘ভ্যোম গ্রাফিক্স’ সংস্থার ছিল ওই বাস। ঘটনার সময়ে তাতে ১২ জন কর্মী ছিলেন। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে, আগুন দেখে চালক বাস থামিয়ে নেমে গেছিলেন। তারপর ধীরে ধীরে বাকিরাও নামতে শুরু করে। অনুমান, ওই চারজন ‘এক্সিট’ বা এমারজেন্সি গেটের দিকে গেছিলেন। কিন্তু কোনও কারণে সেই দরজা খোলেনি। এদিকে চালকের দিক থেকে আগুন লেগেছিল। তাই বাস থেকে বেরনোর কোনও উপায় ছিল না কারও। ফলে এই মৃত্যুর ঘটনা।
৪ জনের মৃত্যুর পাশাপাশি ৫ জন গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বাসের আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং তা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। আগুন লাগার আসল কারণ খুঁজতে তৎপর পুলিশ।
