বিনোদন- ‘বং ক্রাশ’ নামেই যিনি পরিচিত, সেই ঋতাভরী চক্রবর্তী আবারও নেটদুনিয়ায় ভাইরাল। হ্যালোইন নাইট উপলক্ষে সাহসী অবতারে ধরা দিলেন অভিনেত্রী। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতেই ঝড় তুললেন তিনি। কালো গাউনে, খোলা চুলে ও লাল লিপস্টিকে তাঁর বোল্ড লুকস দেখে মুগ্ধ নেটিজেনরা। হাতে গোলাপ, ব্যাকগ্রাউন্ডে হ্যালোইন থিমে সাজানো ঘর — সব মিলিয়ে যেন সিনেমাটিক এক উপস্থিতি।
ক্যাপশনে ঋতাভরী লিখেছেন — “Morticia Addams for Halloween!” অর্থাৎ, তিনি সেজেছেন ‘অ্যাডামস ফ্যামিলি’ সিরিজের বিখ্যাত চরিত্র মর্টিশিয়া অ্যাডামসের রূপে। এই চরিত্রটি এক রহস্যময়, কালো পোশাকে মোড়া নারীর, যিনি সৌন্দর্য ও গ্ল্যামারের পাশাপাশি এক অন্ধকার আকর্ষণ বহন করেন।
‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে এখন টলিউডের প্রথম সারির নায়িকাদের একজন ঋতাভরী। কাজ করেছেন বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই। নিজের বোল্ডনেস, স্পষ্টভাষিতা এবং অভিনয়ের বহুমুখীতার জন্য বারবার শিরোনামে এসেছেন তিনি। সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরে বর্তমানে নিজের পেশা ও ব্যক্তিগত জীবন — দু’টিই সমানভাবে সামলাচ্ছেন অভিনেত্রী। হ্যালোইনের এই বোল্ড লুক আবারও প্রমাণ করল, আত্মবিশ্বাসই তাঁর আসল স্টাইল স্টেটমেন্ট।




















