শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার থেরাপি চালুর করার ভাবনা। প্রতিবছর শিলিগুড়ি থেকে কলকাতা ও রাজ্যের বাইরে ক্যান্সারের চিকিৎসার জন্য যেতে হয় শহরের বাইরে। তাই শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার রোগের জন্য কেমোথেরাপি ও পুরুষ – মহিলাদের জন্য ব্যেডের ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে। শনিবার জেলা হাসপাতালে রোগী কৌলাণ সমিতির বৈঠক করা হয়।
এদিন বৈঠক রোগী কৌলাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা হাসপাতালে সুপার, সিএমও তুলশী প্রামাণিকের উপস্থিত একটি বৈঠক করা হয়। বৈঠক শেষে সুপার সুদীপ্ত ভট্টাচার্য জানান, ক্যান্সারথেরাপির ব্যবস্থা পাশাপাশি পুরুষ – মহিলার জন্য ২ টো ২টো করে মোট ৪ টি ব্যেডের ব্যবস্থার চিন্তা ভাবনা চললে বললে জানান। কার্যত বলাবাহুল্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সারথেরাপির চালু হলে অবশ্য উপকৃতি হবে ক্যান্সার আক্রমণ রোগী ও তার পরিবারেরা। চিকিৎসা জন্য আর ছুটে যেতে হবে না জেলার বাইরো।
আরও পড়ুন –গর্ভবতীকে কাঁচি দিয়ে পেটে আঘাত করার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে
উল্লেখ্য, শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার থেরাপি চালুর করার ভাবনা। প্রতিবছর শিলিগুড়ি থেকে কলকাতা ও রাজ্যের বাইরে ক্যান্সারের চিকিৎসার জন্য যেতে হয় শহরের বাইরে। তাই শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সার রোগের জন্য কেমোথেরাপি ও পুরুষ – মহিলাদের জন্য ব্যেডের ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে। শনিবার জেলা হাসপাতালে রোগী কৌলাণ সমিতির বৈঠক করা হয়।
এদিন বৈঠক রোগী কৌলাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, জেলা হাসপাতালে সুপার, সিএমও তুলশী প্রামাণিকের উপস্থিত একটি বৈঠক করা হয়। বৈঠক শেষে সুপার সুদীপ্ত ভট্টাচার্য জানান, ক্যান্সারথেরাপির ব্যবস্থা পাশাপাশি পুরুষ – মহিলার জন্য ২ টো ২টো করে মোট ৪ টি ব্যেডের ব্যবস্থার চিন্তা ভাবনা চললে বললে জানান। কার্যত বলাবাহুল্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সারথেরাপির চালু হলে অবশ্য উপকৃতি হবে ক্যান্সার আক্রমণ রোগী ও তার পরিবারেরা। চিকিৎসা জন্য আর ছুটে যেতে হবে না জেলার বাইরো।