শুরু হয়েছে জল প্রকল্পের কাজ। গতি আনতে প্রকল্প স্থল ঘুরে দেখলেন জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়

শুরু হয়েছে জল প্রকল্পের কাজ। গতি আনতে প্রকল্প স্থল ঘুরে দেখলেন জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। শুরু হয়েছে জাইকা জল প্রকল্পের কাজ। জল প্রকল্পের কাজে গতি আনতে প্রকল্প স্থলে সরজমিনে ঘুরে দেখলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। শুক্রবার পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের জামদা গ্রামের প্রকল্প স্থলে ঘুরে দেখেন। মাস খানের আগে পুরুলিয়া সফরে এসে প্রশাসনিক বৈঠক থেকে ২০২৪ মধ্যে বাড়ী বাড়ী পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছিলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথার বাস্তবায়নে এদিন প্রকল্প স্থল সরেজমিনে ঘুরে দেখলেন সভাধিপতিl এদিন উপস্থিত ছিলেন মানবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সুপারিন্টেন ইঞ্জিনিয়ারে সুজয় বাড়ুই সহ অন্যান্যরা ।

 

জেলা প্রশাসন সুত্রে জানাগিয়েছে, এই প্রকল্প থেকে জেলার পাঁচ ব্লকে জল ৯০০০০ হাজার বাড়ীতে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। এই প্রকল্প থেকে জল পৌছে যাবে মানবাজার এক ব্লক, বরাবাজার, পুঞ্চা, আড়শা, পুরুলিয়ার ভিভিন্ন প্রান্তে। আগামী ২০২৩ র ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানাগ্যেছে l পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “এই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল ফলে মানুষজনের ভীষন ভাবে সমস্যায় পড়তে হচ্ছিল। আজকে প্রকল্প স্থল ঘুরে গেলাম।  ২০২৩ এর ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার করার কথা রয়েছে। যাতে আরো দ্রুত কাজ শেষ করা যায় তার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের সাথে কথা বলা হয়েছে।“

আরও পড়ুন – নতুন রূপে সেজে উঠবে বকখালি. আগামী দিনে বকখালি পর্যটন কেন্দ্র নিয়ে একাধিক পরিকল্পনা

জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে পাইপলাইন পাতার কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গাতে ৪২ টি রিজার্ভার তৈরি করা হবে বলে জানাগিয়েছেlগ্রামঈন এলাকার পাশাপাশি ওই প্রকল্পের জল পাবে পুরুলিয়া পুরসভার মানুষজনও। জনসাস্থ কারিগরি বিভাগের সুপারেন্টেন ইঞ্জিনিয়ারে সুজয় বারুই বলেন, ” জল প্রকল্পের কাজ হয়ে গেলে অঞ্চলে আর পানীয় জলের সমস্যা থাকবে নাl”