এশিয়া কাপে শ্রীলঙ্কার নতুন চমক দিলশান

এশিয়া কাপে শ্রীলঙ্কার নতুন চমক দিলশান। ফলে গত জুনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে যে দল খেলেছিল তাতে বেশ কয়েকটি পরিবর্তন এনেই এশিয়া কাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। চান্ডিমল অস্ট্রেলিয়া ও ভারত সফরের দলে থাকলেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন।

 

তবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দারুণ পারফরম্যান্সের সুবাদেই তিনি কামব্যাক করলেন। এশিয়া কাপের দলে জায়গা পাননি লক্ষণ সান্দাকন, জোরে বোলার নুয়ান তুষারা, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মাদুশঙ্কা। শ্রীলঙ্কার হয়ে গত বছরের জুলাইয়ে শেষবার খেলা বান্দারা দলে কামব্যাক করলেন ঘরোয়া ক্রিকেটে পাঁচে নেমে চার ইনিংসে ১৩৪ রান করার দৌলতে। তবে ঘরোয়া ক্রিকেটে সফল নিরোশান ডিকওয়েলাকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। টপ অর্ডারে জায়গা পাওয়ার দৌড়ে থাকছেন কুশল মেন্ডিস, দানুষ্কা গুণতিলকা ও পাথুম নিসাঙ্কা।

 

ভানুকা রাজাপক্ষকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবা হচ্ছে। এশিয়া কাপে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের গ্রুপে। এশিয়া কাপে শ্রীলঙ্কা- দাসুন শনাকা (অধিনায়ক), দীনেশ চান্ডিমল, দানুষ্কা গুণতিলকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানিদু ফার্নান্দো।

আরও পড়ুন – তুরস্কে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩২

উল্লেখ্য, এশিয়া কাপে শ্রীলঙ্কার নতুন চমক দিলশান। ফলে গত জুনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে যে দল খেলেছিল তাতে বেশ কয়েকটি পরিবর্তন এনেই এশিয়া কাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। চান্ডিমল অস্ট্রেলিয়া ও ভারত সফরের দলে থাকলেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন।

 

তবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দারুণ পারফরম্যান্সের সুবাদেই তিনি কামব্যাক করলেন। এশিয়া কাপের দলে জায়গা পাননি লক্ষণ সান্দাকন, জোরে বোলার নুয়ান তুষারা, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মাদুশঙ্কা। শ্রীলঙ্কার হয়ে গত বছরের জুলাইয়ে শেষবার খেলা বান্দারা দলে কামব্যাক করলেন ঘরোয়া ক্রিকেটে পাঁচে নেমে চার ইনিংসে ১৩৪ রান করার দৌলতে। তবে ঘরোয়া ক্রিকেটে সফল নিরোশান ডিকওয়েলাকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। টপ অর্ডারে জায়গা পাওয়ার দৌড়ে থাকছেন কুশল মেন্ডিস, দানুষ্কা গুণতিলকা ও পাথুম নিসাঙ্কা।