Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ফ্ল্যাটের চাবি তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

নিহত আতিকের জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানালেন যোগী, পেল ৭৬টি পরিবার ,

নিহত আতিকের জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানালেন যোগী, পেল ৭৬টি পরিবার ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিহত আতিকের জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানালেন যোগী, পেল ৭৬টি পরিবার ,  শুক্রবার ওই সব ফ্ল্যাট পরিদর্শন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য। পরিদর্শনের পর একটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন তিনি। মোট ৭৬টি ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে নিহত প্রাক্তন সাংসদ আতিক আহমেদের ‘বেআইনি জমি’ পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসন বানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজের লুকারগঞ্জ এলাকার সেই আবাসনের ফ্ল্যাটগুলি শুক্রবার ৭৬টি গৃহহীন পরিবারের হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditya Nath)। নিহত আতিক এবং তাঁর সহযোগীদের দখল করে থাকা প্রায় ১,৭৩১ স্কোয়ার মিটার জমি কয়েক বছর আগে পুনরুদ্ধার করেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Aditya Nath) সরকার।

 

 

 

 

 

 

ফুলপুরের সাংসদ এবং প্রয়াগরাজের বিধায়ক থাকার সময় ওই জমি অবৈধ ভাবে আতিক দখল করেছিলেন বলে উত্তরপ্রদেশের বিজেপি (BJP) সরকারের অভিযোগ। রাজু পাল (Raju Pal) এবং উমেশ পাল (Umesh Pal) হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক এবং তাঁর ভাই আশরফকে গত এপ্রিলে গুজরাতের জেল থেকে উত্তরপ্রদেশে আনা হয়েছিল। গত ১৫ এপ্রিল রাতে প্রয়াগরাজের হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তিন বন্দুকবাজের হামলায় নিহত হন তাঁরা।

 

 

 

আরও পড়ুন –  অশান্ত মণিপুরে সমর্থকদের চাপে ‘সিদ্ধান্ত’ বদল, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র,

 

 

আরও পড়ুন –  মোদী মেট্রো রেলে চড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গেলেন, পড়ুয়াদের শোনালেন সফর-অভিজ্ঞতা

 

 

 

নিহত আতিক এবং তাঁর সহযোগীদের দখল করে থাকা প্রায় ১,৭৩১ স্কোয়ার মিটার জমি কয়েক বছর আগে পুনরুদ্ধার করেছিল উত্তরপ্রদেশ সরকার। ২০২১ সালে ওই জমিতে আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যোগী (Yogi Aditya Nath)। দু’ব্লকের আবাসনে ৪১ বর্গমিটারের দু’কামরার ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে বেছে নেওয়া পরিবারগুলির হাতে শুক্রবার সেই ফ্ল্যাটের চাবি তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Aditya Nath)।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top