শ্রাবণের শুরুর আগেই ভারী বর্ষা, বিশেষ সতর্কতা হাওয়া অফিসের,

শ্রাবণের শুরুর আগেই ভারী বর্ষা, বিশেষ সতর্কতা হাওয়া অফিসের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শ্রাবণের শুরুর আগেই ভারী বর্ষা, বিশেষ সতর্কতা হাওয়া অফিসের,  ভ্যাপসা গরম, সঙ্গে বিক্ষিপ্ত অতি হালকা বৃষ্টি (Rain)। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া। আগামী দু’দিন অন্তত আবহাওয়ায় খুব একটা পরিবর্তন নেই বলেই জানাল হাওয়া অফিস। ফলে হঠাৎ হঠাৎ বৃষ্টি স্বস্তির থেকে বাড়াবে অস্বস্তিই। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় খুব একটা আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিও হয়েছে এদিন। আবহাওয়া দফতর বলছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে (North Bengal)। মূলত উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে।

 

 

 

 

 

 

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjeeb Bandoapdhay) জানান, ১৫ জুলাই শনিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি নিয়ে এখনই কোনও সতর্কতা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও খুব নজরকাড়া বদলের সম্ভাবনা নেই এখনই। কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে, তবে তা সর্বত্র না।

 

 

 

আবহাওয়া দফতর বলছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মূলত উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে এখনই যে বর্ষণমুক্তি নেই উত্তরের জেলাগুলির, সে আভাসও শুনিয়ে রেখেছে হাওয়া অফিস।

 

 

 

 

আরও পড়ুন –  আদিবাসী, মতুয়াগড়ে বড় ধাক্কা,আদিবাসী ভোটাররাও কি মুখ ফেরাল?কেন এমন ফল হল বিজেপির?

 

 

 

 

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। অন্তত বুধবার, বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টিই সঙ্গী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। অর্থাৎ আষাঢ়ের শেষবেলায় বিভিন্ন জেলায় ধারাপাতের সম্ভাবনা।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top