কলকাতা : রাজনীতিতে নতুন কেরিয়ার শুরু করেই অভাবনীয় সাফল্য৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। ভোটের ব্যবধান ৩ লক্ষ ৫০ হাজার ৩৬৯।টলিউড থেকে এবার যাচ্ছেন দিল্লিতে, একেবারে সংসদের অন্দরে৷ তবে এর পাশাপাশি আরও এক সুখবর রয়েছে নুসরতের জীবনে৷ খুব শিগগিরিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা তথা ভাবী তারকা সাংসদ।
আগামী মাসে, অর্থাৎ জুনের মাঝামাঝি নুসরতের বিয়ে। নুসরত ঘনিষ্ঠ থেকে ইন্ডাস্ট্রির অন্দরের লোকেরা অনেকেই জানেন নিখিল জৈনের কথা। কলকাতার অন্যতম খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন নিখিল। জুনের ১৯ তারিখেই নিকাহ সারছেন নুসরত।
জুনের মাসেই বিয়ে সারছেন নায়িকা তথা ভাবী তারকা সাংসদ নুসরত
জুনের মাসেই বিয়ে সারছেন নায়িকা তথা ভাবী তারকা সাংসদ নুসরত
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram