নিজস্ব সংবাদদাতা,হাসনাবাদ ,13 ই জুন: হাসনাবাদে সক্রিয় মহিলা তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুন
বসিহাট মহাকুমার হাসনাবাদ থানা তোকি পুর এ চারা বট তলার ঘটনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নটা নাগাদ বাড়ির পাসে রাতের অন্ধকারে বেরোলে দুষ্কৃতীরা এসে মাথায় গুলি করে দেয়। বছর 36 এর সরস্বতী দাস ঘটনাস্থলে মারা যায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। টাকি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। স্বামী শুভঙ্কর দাসের দাবি সরস্বতী সক্রিয় তৃণমূল কর্মী 2018 পঞ্চায়েত নির্বাচনের আমতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিঠু মন্ডল এর সঙ্গে বিজয় মিছিলে বেরিয়েছিলেন এলাকায় তৃণমূলের নেত্রী হিসেবে পরিচিত পুলিশ তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তি দিক অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনা ঘটিয়েছে ।খুনের মোটিভ দেখে পুলিশের অনুমান ব্যবসায়ী সংক্রান্ত প্রণয় ঘটিত কারণে মৃত্যু তদন্তে হাসনাবাদ থানার পুলিশ
হাসনাবাদে সক্রিয় মহিলা তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুন
হাসনাবাদে সক্রিয় মহিলা তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram