ট্যাবের টাকা ঢুকতেই উদ্দাম নাচ পড়ুয়াদের স্লোগান উঠলো “মমতা দি আরেকবার

ট্যাবের টাকা ঢুকতেই উদ্দাম নাচ পড়ুয়াদের স্লোগান উঠলো “মমতা দি আরেকবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:ট্যাবের টাকা ঢুকতেই ফের পড়ুয়াদের উদ্দাম নাচ উত্তর দিনাজপুরে। ” মমতা দি আরেকবার ” স্লোগান উঠলো এবার ইসলামপুরে।

চোপড়ার পর এবার ইসলামপুর ব্লকের ভদ্রকালীতে। ভদ্রকালী হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত ট্যাবের টাকা অ্যাকাউন্টে আসতেই আনন্দ আর উল্লাসে মেতে ওঠেন। আর মুখে স্লোগান মমতা দি রাজ্যে আরেকবার।করোনা আবহের জেরে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে পড়াশুনায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে পড়ুয়ারা। অফলাইনে পড়াশুনা বন্ধ থাকায় অনলাইনেই চলে পড়াশুনা৷ তাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সাড়ে নয় লক্ষ দ্বাদশ শ্রেনীর পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষনা করেন। ট্যাবের জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো শুরু করে। এদিকে ট্যাবের জন্য অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢুকতেই ডিজে বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ইসলামপুর ব্লকের ভদ্রকালী হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। ভদ্রকালী হাইস্কুল থেকে আনন্দ উল্লাসের মিছিল মাটিকুন্ডা পর্যন্ত পরিক্রমা করে। ছাত্রদের মিছিলের স্লোগান ছিল একটাই ” মমতা দি আরেকবার “। এই বিষয়ে ইসলামপুর ব্লক তৃনমূল ছাত্রপরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্যই এই মিছিল করা হয়।

আরও পড়ুন….রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে শ্রমিক মেলায় বিক্ষোভ বাম কংগ্রেসের

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top