নিখিলকে ( Nikhil ) কী অবশেষে মনে পড়লো নুসরতের?

নিখিলকে ( Nikhil ) কী অবশেষে মনে পড়লো নুসরতের?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Nikhil
নিখিলকে ( Nikhil ) কী অবশেষে  মনে পড়লো নুসরতের?
নিখিলকে ( Nikhil ) কী অবশেষে মনে পড়লো নুসরতের?

 

মা হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। তাঁর প্রশংসায় বিভিন্ন ( Nikhil ) গণ মাধ্যম  ভরে গেলেও, বিতর্ক, সমালোচনা থেকে নিস্তার পেলেন না নতুন মা নুসরত। নেট মাধ্যমে আবারও অতীতের একটুকরো স্মৃতি ভাগ করে, সকলেরই পুরনো স্মৃতি উসকে দিলেন তিনি। রবিবাসরীয় আমেজে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে একটি ডাব হাতে নিয়ে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। কিন্তু নজর কেড়ে নিয়েছে ডাবের উপর লেখা একটি নাম। যেখানে লেখা ‘নয়না’।

 

তারকাদের ডাকনাম অনেকেরই জানা থাকে না। নুসরত জাহানের ডাকনাম যে নয়না, একথাও কয়েকজন অনুরাগী ছাড়া কেউই অবগত নন। এই নামেই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল নুসরতের। একসময় নুসরতকে ভালবেসে এই নামেই ডাকতেন প্রাক্তন স্বামী নিখিল ( Nikhil ) জৈন।

 

আর ও  পড়ুন    ‘তারক মেহতা কা উলতা চশমা’ খ্যাত নিধি ভানুশালীর ছবি ভাইরাল ( Viral )

 

তবে  বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন নুসরত। ইনস্টাগ্রামের সেই প্রোফাইলটিও আর সেভাবে ব্যবহার করেন না। তাহলে ভালবাসার সেই ডাকনাম আবার কেন ইনস্টাগ্রামে শেয়ার করলেন সাংসদ, তারকা! তাহলে কি অতীতের ( Nikhil ) কথা হঠাৎ মনে পড়ল নুসরতের! নানান প্রশ্ন ফের জনমানসে  ঘুরপাক খাচ্ছে।

 

তবে এই বিষয়ে নিখিল কোনও বিশেষ আগ্রহ দেখাননি। নিজের মতো করেই জীবনে বাঁচছেন তিনি। ফিনিক্স পাখির মতন আবারও নতুন করে শুরু করেছেন জীবনের পরবর্তী অধ্যায়। জিম শেষে একটি ছবি শেয়ার করে নিখিল সম্প্রতি লিখেছেন, ‘নিজেকে আগুনে পুড়িয়েছি আমি। কিন্তু হে ফিনিক্স— আমি এখানে, আমি আমার শক্তিকেই আগুনে পরিণত করেছি।’

 

বিচ্ছেদের পথে হেঁটে কোনও যোগাযোগ না থাকলেও, কখনও কখনও একে অপরের প্রতি বার্তা বিভিন্ন ক্যাপশনের মাধ্যমে শেয়ার করেন নিখিল, নুসরত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top