কালিম্পংয়ের এই মেয়ে সুযোগ পেলেন আমির খানের সিনেমায় অভিনয় করার

কালিম্পংয়ের এই মেয়ে সুযোগ পেলেন আমির খানের সিনেমায় অভিনয় করার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আমির

কালিম্পংয়ের এই মেয়ে সুযোগ পেলেন আমির খানের সিনেমায় অভিনয় করার । বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের  বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন কালিম্পংয়ের  গরুবাথানের মেয়ে। এই খবর চাউর হয়ে যাওয়ার পরেই  খুশির হাওয়া গোটা কালিম্পং জেলায়। এবার রুপালিপর্দায়  আমিরের সঙ্গে দেখা যাবে ডুয়ার্সের মেয়ে  সোনম রিকাকে। জানা গিয়েছে,  অভিনেতা আমির খানের  প্রোডাকশনে তৈরি হচ্ছে ‘‌লালসিং চাড্ডা’‌। সেখানে দেখা যাবে সোনম রিকাকে।

 

আর ও  পড়ুন    সুরাপ্রেমীদের জন্য মন খারাপ করা খবর, কী খবর? অবশ্যই জেনে নিন

 

কালিম্পং জেলার ডুয়ার্সের গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলা। সেখানেই থাকেন রাজেন তামাং ও রমলা তামাং। তাঁদের মেয়ে সোনম রিকা। তাঁর এই সুযোগে উচ্ছ্বসিত গোটা গ্রাম। সোনমকে এক অনুষ্ঠানে খাদা পড়িয়ে সন্মানিত করা হয়। এলাকাবাসীরা  জানান, ‘‌সোনম রিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছেন। আমরা ওর সাফল্য কামনা করি।’‌

 

সোনম রিকা জানিয়েছেন,  ‘‌ছোট বেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সফল হচ্ছে। নিজের অভিনয় মেলে ধরে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।

 

উল্লেখ্য, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের  বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন কালিম্পংয়ের  গরুবাথানের মেয়ে। এই খবর চাউর হয়ে যাওয়ার পরেই  খুশির হাওয়া গোটা কালিম্পং জেলায়। এবার রুপালিপর্দায়  আমিরের সঙ্গে দেখা যাবে ডুয়ার্সের মেয়ে  সোনম রিকাকে।

 

জানা গিয়েছে,  অভিনেতা আমির খানের  প্রোডাকশনে তৈরি হচ্ছে ‘‌লালসিং চাড্ডা’‌। সেখানে দেখা যাবে সোনম রিকাকে। কালিম্পং জেলার ডুয়ার্সের গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলা। সেখানেই থাকেন রাজেন তামাং ও রমলা তামাং। তাঁদের মেয়ে সোনম রিকা। তাঁর এই সুযোগে উচ্ছ্বসিত গোটা গ্রাম। সোনমকে এক অনুষ্ঠানে খাদা পড়িয়ে সন্মানিত করা হয়। এলাকাবাসীরা  জানান, ‘‌সোনম রিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছেন। আমরা ওর সাফল্য কামনা করি।’‌

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top