Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Free Indian Railways Training Opportunity Shine TV 24×7

বিনামূল্যে ভারতীয় রেলে প্রশিক্ষণের সুযোগ

বিনামূল্যে ভারতীয় রেলে প্রশিক্ষণের সুযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল ( Railways )। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। সম্প্রতি দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলের ( Railways তরফে অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন প্রতি মাসেই। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে এই পদে।

প্রশিক্ষণের নাম, সময়সীমা, শূন্যপদ

দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষণের পদের নাম অ্যাপ্রেন্টিশিপ। মোট এক বছরের জন্য দেওয়া হবে এই প্রশিক্ষণ।

যে বিভাগগুলিতে অ্যাপ্রেন্টিশিপ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল – COPA-৯০টি, স্টেনোগ্রাফার (English) -১৫টি, স্টেনোগ্রাফার (হিন্দি)-১৫টি, ফিটার-১২৫টি, ইলেকট্রিশায়ান-৪০টি, ওয়্যারম্যান-২৫টি, ইলেকট্রনিক মেকানিক-৬টি, RAC মেকানিক-১৫টি, ওয়েল্ডার-২০টি, প্লাম্বার-৪টি, পেইন্টার-১০টি, কার্পেন্টার-১৩টি, মেশিনিস্ট-৫টি, টার্নার-৫টি, সিট মেটাল ওয়ার্কার-৫টি, ড্রাফটসম্যান/সিভিল- ৪টি, গ্যাস কাটার-২০টি, ড্রেসার-২টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথলজি -৩টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি -২টি, মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল অ্যান্ড অকুপেশনাল হেলথ সেন্টার-১টি, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান-২টি, ফিজিওথেরাপিস্ট টেকনিশিয়াবন-২টি, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান-১টি, রেডিওলজি টেকনিশিয়ান-২টি।

আর ও  পড়ুন    বিস্ফোরক বাবুল সুপ্রিয়, বিজেপির বিরুদ্ধে কী বললেন তিনি ?

বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, স্টাইপেন্ড

দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে আবেদনকারীদের বয়স ০১/০৭/২০২১-এর মধ্যে ১৫ পূর্ণ হওয়া বাধ্যতামূলক কিন্তু ওই সময়সীমার মধ্যে প্রার্থীদের বয়স ২৪ পূর্ণ হওয়া যাবে না। এছাড়াও যারা সংরক্ষিত প্রার্থী, তাদের মধ্যে SC/ST- শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, OBC- শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং PWD/এক্স সার্ভিসম্যানেরা ১০ বছর ছাড় পাবেন।

আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করতে হবে।

আবেদনকারীদের অনলাইনে WWW.apprenticeshipIndia.org সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১০ অক্টোবর ২০২১।

নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়মানুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

উল্লেখ্যঃ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল ( Railways )। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। সম্প্রতি দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলের ( Railways তরফে অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন প্রতি মাসেই। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে এই পদে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top