Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Security is being arranged at the Chinese border, India-China heat is rising

চীন সীমান্তে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা, ফের বাড়ছে ভারত চীন উত্তাপ

চীন সীমান্তে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা, ফের বাড়ছে ভারত চীন উত্তাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সীমান্তে

চীন সীমান্তে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা, ফের বাড়ছে ভারত চীন উত্তাপ। ভারত চীন সীমান্তের প্রায় সব জায়গাতেই এলএসি–র ওপারে সক্রিয়তা বাড়াচ্ছে চীনের পিপল্‌স লিবারেশন আর্মি। মঙ্গলবার ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেনান্ট জেনারেল  জানালেন, এলএসি বরাবর চীন সেনার গতিবিধি বেড়েছে। প্রশিক্ষণও চলছে। তাই আর বসে থাকতে রাজি নয় ভারতীয় সেনাও। লাদাখের পর নজর দিল অরুণাচল সীমান্তে। ঢেলে সাজালো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

 

অরুণাচল প্রদেশ এবং সিকিমে ১ হাজার ৩৪৬ কিলোমিটার দীর্ঘ ভারত–চীন সীমান্ত রয়েছে। সেখানে নজরদারি বাড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির আমদানি করছে সেনাবাহিনী। সামরিক পরিকাঠামো উন্নয়নেক জন্য নির্মাণ কাজ চলছে। উপগ্রহের মাধ্যমে ওই এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি থাকছে ইজরায়েলের হেরন মার্ক–২ ড্রোন। এই ড্রোন পর্যবেক্ষণ করবে এলএসি।

 

আর ও পড়ুন    পূর্ণিমার ভরা কোটালে ঘুম ছুটেছে উপকুলবর্তী বাসিন্দাদের

 

৫ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা কড়া সুরে জানালেন, এবার চীনকে বুঝিয়ে দেবে ভারত কীভাবে জবাব দিতে হয়। পাল্টা বার্তা দেওয়ার জন্য তৈরি ভারত। আকাশ, স্থল দু’‌দিক দিয়েই চীনের ওপর নজর রাখা হচ্ছে।

 

সুত্রের  খবর, লাদাখ থেকে অরুণাচল প্রদেশে সেনা যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য সড়ক এবং সুড়ঙ্গপথ তৈরি করা হচ্ছে। এতে যাতায়াত আরও মসৃণ হবে। তাওয়াঙে সেনার সুবিধার জন্য নানা রকম নির্মাণকাজ চলছে। অরুণাচল প্রদেশের সেনাঘাঁটিতে এম–৭৭৭ হাউইৎজার এবং চিনুক হেলিকপ্টারও মোতায়েন করা আছে। ফলে ভারত চীন সীমান্তে ফের উত্তেজনা চড়ছে।

 

উল্লেখ্য,  ভারত চীন সীমান্তের প্রায় সব জায়গাতেই এলএসি–র ওপারে সক্রিয়তা বাড়াচ্ছে চীনের পিপল্‌স লিবারেশন আর্মি। মঙ্গলবার ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেনান্ট জেনারেল  জানালেন, এলএসি বরাবর চীন সেনার গতিবিধি বেড়েছে। প্রশিক্ষণও চলছে। তাই আর বসে থাকতে রাজি নয় ভারতীয় সেনাও। লাদাখের পর নজর দিল অরুণাচল সীমান্তে। ঢেলে সাজালো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

 

অরুণাচল প্রদেশ এবং সিকিমে ১ হাজার ৩৪৬ কিলোমিটার দীর্ঘ ভারত–চীন সীমান্ত রয়েছে। সেখানে নজরদারি বাড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির আমদানি করছে সেনাবাহিনী। সামরিক পরিকাঠামো উন্নয়নেক জন্য নির্মাণ কাজ চলছে। উপগ্রহের মাধ্যমে ওই এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি থাকছে ইজরায়েলের হেরন মার্ক–২ ড্রোন। এই ড্রোন পর্যবেক্ষণ করবে এলএসি।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top