ময়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন

ময়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ময়দানে

ময়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন । এসে গেলো দীপাবলি। দীপাবলির আগে এবার বাজির বাজারের স্থান পরিবর্তন। কালীপুজো উপলক্ষে প্রতি বছর কলকাতার  ময়দানে বাজি বাজার বসে। কিন্তু এবার সেই বাজি বাজারের স্থান পরিবর্তিত হয়ে বসবে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে।

 

বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, ‘ময়দানে মেলা করতে প্রচুর ব্যয় বহন করতে হত। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তরকে ভাড়া দিতে হয়। ফলে আমরা ওখানে মেলা করতে পারছিলাম না। রাজ্য সরকারের আবেদন করেছিলাম এই ঐতিহ্যশালী মেলাকে বাঁচিয়ে রাখার জন্য। রাজ্য সেই আবেদন মেনে সিঁথি সার্কাস মোড়ে করার জন্য অনুমতি দিয়েছে।’

 

আর ও  পড়ুন      এক দশক পর ফের বাড়তে চলেছে দেশলাইয়ের দাম

 

এই বাজি  মেলার জন্য শনিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন বাবলা রায়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে বাজির বাজার সরিয়ে সিঁথি সার্কাস মোড়ের ময়দানে করা হবে। আর সেখানে এই মেলার জন্য প্রয়োজনীয় দমকলের ছাড়পত্র ও নবান্নের অনুমতি মিলেছে বলে জানিয়েছেন তিনি। ফলে এবার দীপাবলির আগে কলকাতা ময়দানের বাজি বাজার সরে আসছে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে।

 

উল্লেখ্য, ময়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন । এসে গেলো দীপাবলি। দীপাবলির আগে এবার বাজির বাজারের স্থান পরিবর্তন। কালীপুজো উপলক্ষে প্রতি বছর কলকাতার  ময়দানে বাজি বাজার বসে। কিন্তু এবার সেই বাজি বাজারের স্থান পরিবর্তিত হয়ে বসবে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে। বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, ‘ময়দানে মেলা করতে প্রচুর ব্যয় বহন করতে হত।

 

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তরকে ভাড়া দিতে হয়। ফলে আমরা ওখানে মেলা করতে পারছিলাম না। রাজ্য সরকারের আবেদন করেছিলাম এই ঐতিহ্যশালী মেলাকে বাঁচিয়ে রাখার জন্য। রাজ্য সেই আবেদন মেনে সিঁথি সার্কাস মোড়ে করার জন্য অনুমতি দিয়েছে।’ এই বাজি  মেলার জন্য শনিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন বাবলা রায়।

 

সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে বাজির বাজার সরিয়ে সিঁথি সার্কাস মোড়ের ময়দানে করা হবে। আর সেখানে এই মেলার জন্য প্রয়োজনীয় দমকলের ছাড়পত্র ও নবান্নের অনুমতি মিলেছে বলে জানিয়েছেন তিনি। ফলে এবার দীপাবলির আগে কলকাতা ময়দানের বাজি বাজার সরে আসছে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে।  ময়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন । এসে গেলো দীপাবলি। দীপাবলির আগে এবার বাজির বাজারের স্থান পরিবর্তন। কালীপুজো উপলক্ষে প্রতি বছর কলকাতার  ময়দানে বাজি বাজার বসে। কিন্তু এবার সেই বাজি বাজারের স্থান পরিবর্তিত হয়ে বসবে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে। য়দানে বসছে না বাজি বাজার, এবার কোথায় বসবে বাজি বাজার? জানুন ।

 

এসে গেলো দীপাবলি। দীপাবলির আগে এবার বাজির বাজারের স্থান পরিবর্তন। কালীপুজো উপলক্ষে প্রতি বছর কলকাতার  ময়দানে বাজি বাজার বসে। কিন্তু এবার সেই বাজি বাজারের স্থান পরিবর্তিত হয়ে বসবে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে। বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, ‘ময়দানে মেলা করতে প্রচুর ব্যয় বহন করতে হত।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top