জীবনের পয়তাল্লিশটি  বসন্ত পার করে কেমন আছেন মল্লিকা ?

জীবনের পয়তাল্লিশটি  বসন্ত পার করে কেমন আছেন মল্লিকা ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বসন্ত

জীবনের পয়তাল্লিশটি  বসন্ত পার করে কেমন আছেন মল্লিকা ? রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ। তিনি যেনো এমন কোনো অমৃত পান করেছেন যে, বয়স থমকে আছে। তিনি হলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।গতকাল রোববার ছিল তার ৪৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।ছবিগুলোর শারিরীক ভাষা ছিল অসাধারণ। ছবির সঙ্গে তিনি লিখেন, ‘বার্থ ডে গার্ল। ফিট এন্ড ফেবুউলাস।’ এসব ছবিতে মন্তব্য করে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

 

View this post on Instagram

 

A post shared by Mallika Sherawat (@mallikasherawat)

 

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের রঙিন জগতে পদার্পণ করেন মল্লিকা। পরের বছর (২০০৪) ইমরান হাশিমির সঙ্গে তার চলচ্চিত্র ‘মার্ডার’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েই ব্যাপক পরিচিত পান মল্লিকা।‘মার্ডারের’ কয়েকটি গান অসাধারণ জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মল্লিকাকে। সেইসঙ্গে বলিউডের ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রীর তকমাটাও জুটে যায় তার।

 

আর ও পড়ুন    স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কী বার্তা দিলেন মমতা? 

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করছেন তিনি। কিন্তু সেখানে থেকেও ভুলে যাননি তার ভারতীয় শিকড়ের কথা। প্রায়ই  তাকে দেখা যায় শাড়ি পরতেও।

 

উল্লেখ্য,  জীবনের পয়তাল্লিশটি  বসন্ত পার করে কেমন আছেন মল্লিকা ? রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ। তিনি যেনো এমন কোনো অমৃত পান করেছেন যে, বয়স থমকে আছে। তিনি হলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।গতকাল রোববার ছিল তার ৪৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।ছবিগুলোর শারিরীক ভাষা ছিল অসাধারণ। ছবির সঙ্গে তিনি লিখেন, ‘বার্থ ডে গার্ল। ফিট এন্ড ফেবুউলাস।’ এসব ছবিতে মন্তব্য করে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top