শিঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে ‘মিস রানু মারিয়া’

শিঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে ‘মিস রানু মারিয়া’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শিঘ্রই

শিঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে ‘মিস রানু মারিয়া’।  একদা গান গেয়ে জনপ্রিয় হন রানাঘাটের হত দরিদ্র শিল্পী রানু মন্ডল। রানাঘাট থেকে সুদূর মুম্বাই পৌঁছে যান। হিমেশ রেশমিয়া’র সঙ্গে তাল মিলিয়ে গানও পর্যন্ত গান। কিন্তু, এরপরেও হটাৎ করে হারিয়ে যান তিনি। যেই অনুরাগীরা একটা সময় রানু মন্ডল বলতে ধরাশায়ী, তারাই কিছুদিন পর রানুকে ভুলতে শুরু করে। এবারে এই ভাইরাল হওয়া সঙ্গীত শিল্পীকে নিয়ে তৈরি হতে চলেছে তার বায়োপিক। এবার তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘মিস রানু মারিয়া’।

 

ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মন্ডল। হিন্দি ভাষায় তৈরি এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে। বলিউডে ‘স্যাকরেড গেমস’,’লাল কাপ্তান’ ছবিতে অভিনয় করেছেন ইশিকা। এই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি রানু মণ্ডলের লুক টেস্টে পরিচালককে চমকে দিয়েছেন ইশিকা। ভিক্ষাবৃত্তি করেই রানাঘাট স্টেশনে দিন গুজরান করতেন রানু। ফেসবুকে তাঁর গানের একটি ভিডিয়ো আপলোড করেছিলেন এক জনৈক যাত্রী। সেসময় তাঁর সুরে মুগ্ধ হয়ে যায় নেটিজেন থেকে শুরু করে বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশামিয়াও।

 

আর ও পড়ুন    বাংলাদেশের মুক্তি যুদ্ধের সঙ্গে জড়িয়ে এই কালী মন্দিরের ইতিহাস

 

হিমেশের সুরে একটি গানের কিছু অংশ রেকর্ডও করেন এই গায়িকা। কিন্তু গলায় এত সুর নিয়েও ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছিলেন কেন সেই প্রশ্নেই তোলপাড় হয় নেটদুনিয়া। রানু নিজেই জানান, কিভাবে বয়সের সঙ্গে সঙ্গে বদলে গেছে একসময়ের স্টেজ কাঁপানো মিস রানু মারিয়ার জীবন। জীবনের প্রথমদিকে একাধিক অনুষ্ঠানে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন রানু।

 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে শোয়ের সংখ্যা। ক্রমশই দারিদ্রতা গ্রাস করেছে গায়িকাকে।  আর তাঁর পুরনো দিনের সেই গল্পই উঠে আসবে এই বায়োপিকে।’  রানুর উত্থান থেকে রানুকে কিভাবে সকলে ভুলে গেলেন তাই নিয়েই পুরো গল্প সাজানো থাকবে। জানা যাচ্ছে, কলকাতা, রানাঘাট, মুম্বই মিলিয়ে শুটিং হবে।

 

উল্লেখ্য, শিঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে ‘মিস রানু মারিয়া’।  একদা গান গেয়ে জনপ্রিয় হন রানাঘাটের হত দরিদ্র শিল্পী রানু মন্ডল। রানাঘাট থেকে সুদূর মুম্বাই পৌঁছে যান। হিমেশ রেশমিয়া’র সঙ্গে তাল মিলিয়ে গানও পর্যন্ত গান। কিন্তু, এরপরেও হটাৎ করে হারিয়ে যান তিনি। যেই অনুরাগীরা একটা সময় রানু মন্ডল বলতে ধরাশায়ী, তারাই কিছুদিন পর রানুকে ভুলতে শুরু করে। এবারে এই ভাইরাল হওয়া সঙ্গীত শিল্পীকে নিয়ে তৈরি হতে চলেছে তার বায়োপিক। এবার তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘মিস রানু মারিয়া’।

 

ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মন্ডল। হিন্দি ভাষায় তৈরি এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে। বলিউডে ‘স্যাকরেড গেমস’,’লাল কাপ্তান’ ছবিতে অভিনয় করেছেন ইশিকা। এই ছবিতেই প্রথম মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি রানু মণ্ডলের লুক টেস্টে পরিচালককে চমকে দিয়েছেন ইশিকা। ভিক্ষাবৃত্তি করেই রানাঘাট স্টেশনে দিন গুজরান করতেন রানু। ফেসবুকে তাঁর গানের একটি ভিডিয়ো আপলোড করেছিলেন এক জনৈক যাত্রী। সেসময় তাঁর সুরে মুগ্ধ হয়ে যায় নেটিজেন থেকে শুরু করে বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশামিয়াও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top