চার চারটে রোড রোলার ভ্যানিশ বর্ধমান পুরসভায়। এক আধটা নয়, চার চারটে রোড রোলার ভ্যানিশ বর্ধমান পুরসভায়। এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান মেনে নিয়েছেন একথা। বর্ধমান পুরসভার নতুন প্রশাসকমন্ডলী দায়িত্ব নেয় দুমাস আগেই। তারপর শহর জুড়ে বেশ কিছু বকেয়া কাজ শুরু হয়েছে। অনেক হিসেবনিকেশ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবারের দুপুরে খবর আসে যে পুরসভার গোডাউনে চারটি রোলার নিরুদ্দেশ।
পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় জানান; হ্যাঁ। চারটি রোলার বেপাত্তা। তবে তিনি এও জানিয়েছেন, রোলার তো আর পকেটে করে কেউ নিয়ে যাবার জিনিস নয়। তবে কী হবে এর বিহিত? প্রশাসক জানিয়েছেন , আইনের পথেই সব হবে। শনিবারের মধ্যেই এর তত্বতালাশ করে ফেলবেন দাবি তার।
আর ও পড়ুন মাটির নিচের বিষাক্ত ফল খেয়ে মৃত্যু হলো শবর জনজাতির এক ব্যক্তির
পুরসভায় একেবারে চারটি রোলার হাপিস হওয়ায় চাঞ্চল্য তো স্বাভাবিক। প্রসঙ্গত ; এর আগে প্রায় তিনবছর সরকারি আধিকারিক বোর্ড চালিয়েছেন। তারা আগে পাঁচ বছর ক্ষমতায় ছিল শাসকদলের বোর্ড।
উল্লেখ্য, চার চারটে রোড রোলার ভ্যানিশ বর্ধমান পুরসভায়। এক আধটা নয়, চার চারটে রোড রোলার ভ্যানিশ বর্ধমান পুরসভায়। এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান মেনে নিয়েছেন একথা। বর্ধমান পুরসভার নতুন প্রশাসকমন্ডলী দায়িত্ব নেয় দুমাস আগেই। তারপর শহর জুড়ে বেশ কিছু বকেয়া কাজ শুরু হয়েছে। অনেক হিসেবনিকেশ খতিয়ে দেখা হচ্ছে।
এর মধ্যেই বৃহস্পতিবারের দুপুরে খবর আসে যে পুরসভার গোডাউনে চারটি রোলার নিরুদ্দেশ। পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় জানান; হ্যাঁ। চারটি রোলার বেপাত্তা। তবে তিনি এও জানিয়েছেন, রোলার তো আর পকেটে করে কেউ নিয়ে যাবার জিনিস নয়। তবে কী হবে এর বিহিত? প্রশাসক জানিয়েছেন , আইনের পথেই সব হবে। শনিবারের মধ্যেই এর তত্বতালাশ করে ফেলবেন দাবি তার।