কুয়োতে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুড়ি খালপাড়া এলাকায়। রবিবার সকাল ১১ টায় কুয়ো খুলতে গিয়ে কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম দিলীপ দাস(৩১)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঢুড়ি দাস পাড়া এলাকায় দিলীপ দাস সহ আর ২ জন খাল পাড় এলাকায় আক্রাশ লস্করের বাড়ি যায় কুয়ো খোলার জন্য।সেখানে কুয়ো খোলার জন্য কাজ শুরু করে ৩ জনে।আর কুয়ো খোলার সময় হঠাৎই মাটির ধস নেমে কুয়োর মধ্যে পড়ে যায় দিলীপ দাস।বাকী ২ জন দিলীপ দাস কে উদ্ধার করার জন্য চেষ্টা করে।কিন্তু তারা না পারায় খবর যায় থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে আসে স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল।এরপর ১ টি জেসিপি এবং স্থানীয় মানুষজন মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
আর ও পড়ুন পুত্র ও কন্যা সহ নিখোঁজ এক গৃহবধু
এই ঘটনায় স্বিথানীয় বিধায়ক শ্যামল মন্ডল বলেন কুয়ো খুলতে গিয়ে কুয়োতে পড়ে দিলীপ দাস নামে একজন মারা যায়।খুবই দুঃখজনক ঘটনা।তবে মৃতের পরিবার যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেটি দেখা হচ্ছে।পুলিশ জানান কুয়ো খুলতে গিয়ে কুয়োতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কুয়োতে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুড়ি খালপাড়া এলাকায়। রবিবার সকাল ১১ টায় কুয়ো খুলতে গিয়ে কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম দিলীপ দাস(৩১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঢুড়ি দাস পাড়া এলাকায় দিলীপ দাস সহ আর ২ জন খাল পাড় এলাকায় আক্রাশ লস্করের বাড়ি যায় কুয়ো খোলার জন্য।
সেখানে কুয়ো খোলার জন্য কাজ শুরু করে ৩ জনে।আর কুয়ো খোলার সময় হঠাৎই মাটির ধস নেমে কুয়োর মধ্যে পড়ে যায় দিলীপ দাস।বাকী ২ জন দিলীপ দাস কে উদ্ধার করার জন্য চেষ্টা করে।কিন্তু তারা না পারায় খবর যায় থানায়।