প্রচুর বেআইনি আতশবাজি সহ গ্রেফতার তিন যুবক। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে প্রচুর বেআইনি আতশবাজি সহ গ্রেফতার তিন যুবক। আদালতের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার জন্য নির্দিষ্ট ধারায় কেস ওই তিন যুবকের বিরুদ্ধে। এবারের দীপাবলি, ছট পূজা ও জগদ্ধাত্রী পুজোতে সমস্ত ধরনের বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশ উপেক্ষা করে বাজি বিক্রির জন্য বহরু এলাকা থেকে গ্রেফতার হল তিন যুবক।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বহরু বাজার এবং ঢিবের হাট এলাকা থেকে প্রচুর আতষবাজি সহ তিনজনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।আটক করা হয় প্রচুর শব্দ বাজি ও।সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়।
আর ও পড়ুন চাকরির দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্না যুবকের
কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে বে আইনিভাবে বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে। আদালতের নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পুলিশ বে আইনিভাবে বাজির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।সেই অভিযানের অঙ্গ হিসাবে জয়নগর থেকে বে আইনিভাবে মজুদ রাখা প্রচুর পরিমানে আতশাবাজি উদ্ধার করলোপুলিশ।
উল্লেখ্য, প্রচুর বেআইনি আতশবাজি সহ গ্রেফতার তিন যুবক। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে প্রচুর বেআইনি আতশবাজি সহ গ্রেফতার তিন যুবক। আদালতের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার জন্য নির্দিষ্ট ধারায় কেস ওই তিন যুবকের বিরুদ্ধে। এবারের দীপাবলি, ছট পূজা ও জগদ্ধাত্রী পুজোতে সমস্ত ধরনের বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট।
আর সেই নির্দেশ উপেক্ষা করে বাজি বিক্রির জন্য বহরু এলাকা থেকে গ্রেফতার হল তিন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বহরু বাজার এবং ঢিবের হাট এলাকা থেকে প্রচুর আতষবাজি সহ তিনজনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।আটক করা হয় প্রচুর শব্দ বাজি ও।সোমবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়।