বাচ্চা চুরির অভিযোগ উঠলো মুর্শিদাবাদে

বাচ্চা চুরির অভিযোগ উঠলো মুর্শিদাবাদে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বাচ্চা

বাচ্চা চুরির অভিযোগ উঠলো মুর্শিদাবাদে।  নিজের ৩ টি কন্যা সন্তান থাকার পরেও পুত্র সন্তানের লোভে রীতিমতো ফাঁদ পেতে দেওরের শিশুপুত্রকে জেঠিমার বিরুদ্ধে চুরির ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার মুর্শিদাবাদের বুড়িগঙ্গা এলাকায়।

 

ঘটনার পর থেকেই অভিযুক্ত জেঠিমা কল্পনা টুডু পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ওই শিশুর মা জবাফুল হাঁসদা তার জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যৌথ পরিবারে বসবাস করেন জা সকলে মিলেই।এমনকি উভয় পরিবারের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে বলে প্রতিবেশীরা জানান।

 

পাশাপাশি শিশু চুরিতে অভিযুক্ত জায়ের ৩ টি কন্যা সন্তান রয়েছে। তার পরেও কেন পরিকল্পনামাফিক দেওরের শিশু পুত্রকে রীতিমতো বাড়ির মধ্যে ঢুকে চুরি করল জি তা নিয়েই শোরগোল পড়েছে। রহস্য দানা বেঁধেছে এলাকাজুড়ে। এলাকা সূত্রে জানা যায়,বছর দুয়েক আগে কল্পনার দেওর অজয় টুডুর সঙ্গে জবাফুলের বিয়ে হয়। মাস পাঁচেক আগে তাঁদের পুত্রসন্তান হয়।

 

আর ও  পড়ুন    নদীয়ার এই পঞ্চায়েতটি দখলে নিলো তৃণমূল

 

এই ঘটনায়  জবাফুলদেবী বলেন, জা মাঝেমধ্যেই ছেলেকে কোলে নিত। বাড়িতে এসে ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বেরিয়ে যায়।প্রথমে কিছু বুঝতে না পারলেও আমরা বাড়ি আশেপাশে ও পাড়ায় খোঁজাখুঁজি করি। তারপরে বুঝতে পারি ছেলেকে চুরি করে নিয়ে পালিয়েছে আমার জা। পুলিস জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে।

 

এ দিনের শেষ পাওয়া খবরে জানা যায় অভিযুক্ত মহিলা ও শিশুটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও শিশুপুত্রের মা জবাফুল দেবী বলেন,”বড়োসড়ো কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এই ভাবে দুধের শিশুকে চুরি করা হয়েছে। দ্রুত ঐ মহিলাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত।

 

উল্লেখ্য, বাচ্চা চুরির অভিযোগ উঠলো মুর্শিদাবাদে।  নিজের ৩ টি কন্যা সন্তান থাকার পরেও পুত্র সন্তানের লোভে রীতিমতো ফাঁদ পেতে দেওরের শিশুপুত্রকে জেঠিমার বিরুদ্ধে চুরির ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার মুর্শিদাবাদের বুড়িগঙ্গা এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত জেঠিমা কল্পনা টুডু পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

ওই শিশুর মা জবাফুল হাঁসদা তার জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যৌথ পরিবারে বসবাস করেন জা সকলে মিলেই।এমনকি উভয় পরিবারের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে বলে প্রতিবেশীরা জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top