কালী পুজোতে ব্যস্ততা বেড়েছে জেলার কুমোরপাড়াতে

কালী পুজোতে ব্যস্ততা বেড়েছে জেলার কুমোরপাড়াতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কালী

কালী পুজোতে ব্যাস্ততা বেড়েছে জেলার কুমোরপাড়াতে । মধ্যে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই  আপাময় বাঙালি মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। দীপাবলির  রাতে শ্যামা মা পূজিত হবে পূজা মন্ডপে মন্ডপে।তাই শ্যামা পূজার প্রতিমা পুজো মণ্ডপে পাঠানোর জন্য নাওয়া-খাওয়া ভুলে তুলির শেষ টান দেবার কাজ চরম ব্যস্ততা দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তরঙ্গপুরের কুমার টুলিতে।

 

আর ও   পড়ুন    নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করলেন বিএসএফ জওয়ান

 

মৃৎশিল্পীরা জানান তদের শেষ পর্যায়ের কাজ চলছে।বাড়ির সবাই মিলে শ্যামা মায়ের প্রতিমার শেষ পর্যায়ের কাজে হাত লাগিয়েছে।প্রতিবছর যেমন প্রতিমা তৈরি বরাদ পান তেমনি পেয়েছেন।কিন্তু প্রতিমার আকৃতি অনেকটাই ছোট হয়েছে পূজো কমেটি গুলির পূজার কম থাকার কারণে।

 

করোনা অতিমারির কারণে পূজা কমেটি গুলি সেভাবে বড় পূজা করছে না।পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যেও তাদের কাজ করতে হচ্ছে।এখোন শেষ পর্যায়ের ব্যস্ততা তুঙ্গে কুমার টুলিতে।

 

উল্লেখ্য, কালী পুজোতে ব্যাস্ততা বেড়েছে জেলার কুমোরপাড়াতে । মধ্যে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই  আপাময় বাঙালি মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। দীপাবলির  রাতে শ্যামা মা পূজিত হবে পূজা মন্ডপে মন্ডপে।

 

তাই শ্যামা পূজার প্রতিমা পুজো মণ্ডপে পাঠানোর জন্য নাওয়া-খাওয়া ভুলে তুলির শেষ টান দেবার কাজ চরম ব্যস্ততা দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তরঙ্গপুরের কুমার টুলিতে।  মৃৎশিল্পীরা জানান তদের শেষ পর্যায়ের কাজ চলছে।বাড়ির সবাই মিলে শ্যামা মায়ের প্রতিমার শেষ পর্যায়ের কাজে হাত লাগিয়েছে।প্রতিবছর যেমন প্রতিমা তৈরি বরাদ পান তেমনি পেয়েছেন।

 

কিন্তু প্রতিমার আকৃতি অনেকটাই ছোট হয়েছে পূজো কমেটি গুলির পূজার কম থাকার কারণে। করোনা অতিমারির কারণে পূজা কমেটি গুলি সেভাবে বড় পূজা করছে না।পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যেও তাদের কাজ করতে হচ্ছে।এখোন শেষ পর্যায়ের ব্যস্ততা তুঙ্গে কুমার টুলিতে।  উল্লেখ্য, কালী পুজোতে ব্যাস্ততা বেড়েছে জেলার কুমোরপাড়াতে । মধ্যে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই  আপাময় বাঙালি মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। দীপাবলির  রাতে শ্যামা মা পূজিত হবে পূজা মন্ডপে মন্ডপে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top